যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। করোনাভাইরাসের টিকা আমদানির বিষয়টি গতকাল সারা দিনই ছিল আলোচনায়। ভারতে টিকা রফতানিতে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে ডিজিডিএর উপপরিচালক ও মুখপাত্র মো. আইয়ুব হোসেন বণিক বার্তাকে বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। ভারত ও যুক্তরাজ্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে এ টিকার অনুমোদন দিয়েছে। ভারতের সঙ্গে আমাদের ভূ-প্রাকৃতিক সামঞ্জস্য রয়েছে। সেটি বিবেচনায় নিয়ে টিকার অনুমোদন দেয়া হয়েছে।
ভারতের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থা রোববার ওই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিলে বাংলাদেশেও দ্রুত টিকা পাওয়ার আশা জোরালো হয়ে ওঠে। স্বাস্থ্যমন্ত্রীও এর আগে জানিয়েছিলেন, ভারত অনুমোদন দিলে জানুয়ারির মধ্যেই বাংলাদেশ অক্সফোর্ডের টিকার প্রথম চালান পেয়ে যাবে। তবে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার বরাত দিয়ে রোববার রাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হয়, রফতানি শুরুর আগে আগামী দুই মাস তারা ভারতের স্থানীয় চাহিদা পূরণ করতেই জোর দেবে। তার ওই বক্তব্যের পর বাংলাদেশের টিকা পাওয়া বিলম্বিত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়