হামাস ও ইসরায়েলের মধ্যে সম্মত হওয়া যুদ্ধবিরতি আরও কার্যকর করতে মধ্যপ্রাচ্যে আরও একটি কনস্যুলেট খোলার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অবরুদ্ধ গাজা পুনর্নির্মাণে সহায়তা দিতে নতুন ত্রাণ তৎপরতা চালাতে জেরুজালেমে এই কনস্যুলেট খোলা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম কনস্যুলেট সরিয়ে নেন। ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক চ্যানেল হিসেবে এই কনস্যুলেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। আবারও ওই কনস্যুলেট চালুর কাজ এগিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন।
পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর অ্যান্টনি ব্লিনকেন বলেন ফিলিস্তিনের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ২০২১ সালে আরও সাত কোটি ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। গাজায় তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলার ত্রাণ হিসেবে দেওয়া হবে ৫৫ লাখ ডলার। আর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় দেওয়া হবে তিন কোটি ২০ লাখ ডলার। তবে এসব অর্থ যেন কোনওভাবেই হামাস ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্য সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিসর ও জর্ডান সফর করবেন তিনি। তার সফর উপলক্ষে গাজার বেসরকারি খাতের জন্য ওষুধ, তেল এবং খাবার প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
অ্যান্টনি ব্লিনকেন বলেন জেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় খোলা হবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে যোগাযোগ ও তাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপায়।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন জেরুজালেমের কনস্যুলেটকে মার্কিন দূতাবাসের সঙ্গে একীভূত করে নেয়। পরে ওই দূতাবাস তেল আবিব সরিয়ে নেওয়া হয়। দীর্ঘদিনের মার্কিন নীতির এই ব্যত্যয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়