সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের তুমুল লড়াইয়ের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আর এ নিরাপত্তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তালেবান।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, আশরাফ ঘানির বিবৃতি আজেবাজে কথা ছাড়া কিছুই নয়। তিনি নিজের খারাপ (মানসিক) অবস্থা এবং ভুল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।
এতে আরও বলা হয়, জাতি জাতীয় বেঈমানদের বিচার করার এবং তাদের বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের ঘোষণা, অভিযোগের বাণ ছোড়া এবং মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ঘানির ক্ষমতার মেয়াদ বাড়ানো যাবে না। যদি আল্লাহ চান, তার সময় ফুরিয়ে এসেছে।
এর আগে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তিনি বলেন, ‘ছয় মাসের’ মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
এদিকে কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াই চলছে তালেবান ও আফগান যোদ্ধাদের মধ্যে। এর মধ্যে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরলেন আফগান প্রেসিডেন্ট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়