আস্তাকুঁড়ে ৬-৭ ঘণ্টা কাটিয়েছেন রাশমিকা, ধানুশ

মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘কুবের’ ছবির তৃতীয় গান ‘পিপ্পি পিপ্পি দম দম দম’। গান মুক্তির অনুষ্ঠানে দক্ষিণ থেকে উড়ে এসেছিলেন ধানুশ, রাশমিকা, নাগার্জুন আক্কিনেনি। শেখর কমুল্লা পরিচালিত সামাজিক থ্রিলার ছবিটিতে জুটি বেঁধে আসতে চলেছেন ধানুশ ও রাশমিকা।

আরও আছেন নাগার্জুন, জিম সরাভ আর দলীপ তাহিল। গান মুক্তির আসরে শিল্পীদের সবাই উপস্থিত ছিলেন। ‘কুবের’ ছবিটি করার কারণ জানতে চাওয়া হলে রাশমিকা বলেন, ‘শেখর স্যার আর ধানুশের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আর তাই এ ছবিটি করতে রাজি হয়েছিলাম।’

ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘কখনো হতে হয় গীতাঞ্জলি (‘অ্যানিমেল’), কখনো আবার শ্রীবল্লি (‘পুষ্পা’), আবার কখনো এই চরিত্র। সত্যি বলতে এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। নিজেকে পুরোপুরি পরিচালকের কাছে সমর্পণ করেছিলাম, আর এখানেই ছবির আসল সৌন্দর্য লুকিয়ে আছে। প্রত্যেক পরিচালকের নিজস্ব দর্শন থাকে। আর তাই আমি এত ভিন্ন ভিন্ন আর মজার চরিত্রে অভিনয় করার সুযোগ পাই। আমি এ জন্য সব সময় কৃতজ্ঞ।’

ছবিতে সবচেয়ে চ্যালেঞ্জিং কী ছিল? এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আবর্জনার স্তূপের মধ্যে আমি আর ধানুশ স্যার ৬-৭ ঘণ্টা শুট করেছিলাম। এই অভিজ্ঞতা আমাদের এক অন্য দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়েছিল। আমাদের সবার চোখ খুলে দিয়েছিল। শেখর স্যার আসল লোকেশনে শুট করতে বেশি পছন্দ করেন। ক্যামেরা ধরে ছুটতে ছুটতে তিনি শট নেন। আমরা মনিটর পর্যন্ত দেখার সুযোগ পাই না।’

ধানুশ এ প্রসঙ্গে বলেছেন, ‘ছয় ঘণ্টার বেশি আস্তাকুঁড়ে শুট করেছিলাম। তবে রাশমিকার একদমই কোনো সমস্যা হয়নি। এমনকি ও কোনো রকম বাজে গন্ধ পায়নি বলে জানিয়েছিল। যাহোক, আমার জন্য খুবই কঠিন ছিল। তবে কোনো সমস্যা হয়নি। এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত। আর প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন কিছু শেখায়।’ নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে এই দক্ষিণি তারকা বলেন, ‘ছবিতে আমি এক ভিখারির চরিত্র করেছি। এই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করলাম। এ জন্য প্রচুর গবেষণা আর হোমওয়ার্ক করেছি। চড়া রোদে দাঁড়িয়ে থাকতাম। এ সবকিছু মিথ্যা (সশব্দে হেসে)। আমি কিছুই করিনি। আমি শুধু শুটিংস্থলে যেতাম। আর আমার পরিচালক শেখর স্যার যা বলতেন, মেনে চলতাম। তিনি পরিচালক হিসেবে দুর্দান্ত।’

নাগার্জুনের সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘নাগ স্যারের সঙ্গে কাজ করতে আমি দারুণ ভালোবাসি। তাঁর সঙ্গে এটা আমার দ্বিতীয় প্রকল্প। তিনি পরিশ্রম না করেও এত সুন্দর পারফর্ম করেন, দেখে আমি অবাক হয়ে যাই। তিনি ছবিটা দেখে আমার অভিনয়ের প্রশংসা করেছেন, এটা আমার জন্য এক বিশেষ মুহূর্ত।’ এদিকে ধানুশের প্রশংসা করে রাশমিকা বলেন, ‘ধানুশ স্যার অত্যন্ত সাবলীলভাবে সবকিছু করেন। তাঁর ১০ শতাংশ হওয়ার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে।’

নাগার্জুনের গলায়ও ঝরল রাশমিকার প্রশংসা। দক্ষিণি এই তারকা বলেন, ‘রাশমিকা প্রতিভার পাওয়ার হাউস। গত তিন বছর দুর্দান্ত সব কাজ করেছে ও। তার সব ছবি ২-৩ হাজার কোটি রুপি ব্যবসা করে। ও আমাদের সবার থেকে ভালো। ও অত্যন্ত পরিশ্রমী। আমি ডাবিং থিয়েটারে বসেই ফোন করে ওর প্রশংসা করেছিলাম। ও পর্দায় এলে দর্শকের মুখে হাসি ফোটে। এই ছবির অংশ হওয়ার জন্য ওকে আমি ধন্যবাদ জানাতে চাই।’ 
এই বিভাগের আরও খবর
একই দিনে বাংলাদেশেও মুক্তি ‘সুপারম্যান’

একই দিনে বাংলাদেশেও মুক্তি ‘সুপারম্যান’

সময় নিউজ
ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

আমার দেশ
সন্তান আছে প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা দিব: তানজিন তিশা

সন্তান আছে প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা দিব: তানজিন তিশা

জনকণ্ঠ
জাহিদ হাসানের কাছে মান্না ছিল বাংলাদেশের ‘জেমস বন্ড’

জাহিদ হাসানের কাছে মান্না ছিল বাংলাদেশের ‘জেমস বন্ড’

কালের কণ্ঠ
শাকিবের ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান

শাকিবের ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান

যুগান্তর
এবার ঋতুপর্ণার নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী

এবার ঋতুপর্ণার নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি

  • প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে: গণশিক্ষা উপদেষ্টা

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ