ইরানের সংবাদমাধ্যমের উপর বড়সড় আক্রমণ। অভিযোগ, দুই ডজনেরও বেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে খবরের সত্যতা স্বীকার না করলেও পরে মার্কিন প্রশাসন খবরটি স্বীকার করে নেয়। ইরানের দাবি, মঙ্গলবার হঠাৎই সংবাদমাধ্যমগুলির ওয়েবসাইট ব্লক হয়ে যায়। পেজে ভেসে ওঠে ওয়েবসাইটটি ‘সিজ’ অর্থাৎ, বাজেয়াপ্ত করা হয়েছে।
জাতিসঙ্ঘের পরমাণু সংক্রান্ত কমিটি আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রসি। সম্প্রতি এক রিপোর্টে তিনি জানিয়েছেন, ইরানে ইউরেনিয়ামের মজুত উদ্বেগজনক ভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে, সব মিলিয়ে ইরানের ৩৩টি ওয়েবসাইট বাজেয়াপ্ত করা হয়েছে। এর ফলে ওই ওয়েবসাইটের কোনো খবর পাঠক দেখতে পাবেন না। প্রতিটি ওয়েবসাইটই কোনো না কোনো ভাবে ইরান প্রশাসনের সাথে যুক্ত এবং তারা ভুল খবর প্রচার করছিল বলে অভিযোগ। ওয়েবসাইট গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ইরানিয়ান ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন, কাতা-ইব-হিজবোল্লাহ পরিচালিত তিনটি ওয়েবসাইট। এই সবকটি ওয়েবসাইটের উপরেই অ্যামেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বস্তুত, এই সবকটি ওয়েবসাইটের সঙ্গেই চরমপন্থি ও জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ব্লক হওয়ার পরে প্রতিটি ওয়েবসাইটেই এফবিআই-য়ের লোগো দেখা যাচ্ছে। সেখানে বাজেয়াপ্ত হওয়ার কারণ লেখা নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে।
ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আমেরিকা এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই সংস্থাই ইরানের সমস্ত টেলিভিশন, রেডিও, ওয়েবসাইটের উপর নজর রাখে। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই ঘটনার মাধ্যমে ইরানের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। যা মৌলিক অধিকার। তাদের বক্তব্য, ইসরাইল এবং সৌদি আরবের সাহায্য নিয়ে আমেরিকা একাধিক ওয়েবসাইট বন্ধ করেছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়