ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন সৌদি আরবের

ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবকে আত্মরক্ষায় মার্কিন সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়েছে। রাজধানী রিয়াদে ইরামামা প্রাসাদে বাদশা সালমানের সভাপতিত্বে মন্ত্রীপরিষদের এক মিটিংয়ের পর সরকারি এক বিবৃতিতে এসব ঘোষণা দেয়া হয়েছে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রীপরিষদের সদস্যরা। কারণ, সৌদি আরবের ভূখ- ও এর নাগরিকদের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিশীল। একই সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদাও সরবরাহ করছে তারা। এর ফলে যৌথ উদ্যোগে সৌদি আরব এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রীপরিষদের বৈঠকে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব।

একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সমর্থন করে তারা। ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও এতে আলোচনা করা হয়। তাদের এই প্রচেষ্টাকে একসঙ্গে প্রতিরোধ করতে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়।

ওদিকে ভিয়েনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। পশ্চিমাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তেহরানের পারমাণবিক তৎপরতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তারা মনে করছে, সহসাই একটি চুক্তিতে না পৌঁছালে এই ধারা থেকে ইরানকে ফেরানো যাবে না। মিডিয়া বিষয়ক সৌদি আরবের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেছেন, সৌদি আরবের আভা বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হুতিরা সম্প্রতি যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশ ও সংগঠনগুলো। এই নিন্দা জানানোকে সবাই একবাক্যে প্রশংসা করেছেন। বলা হয়েছে, ওই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যুদ্ধাপরাধ। ওদিকে শনিবার হুতিদের ছোড়া ড্রোন হামলায় দুই সৌদি নাগরিক সহ আহত হয়েছেন ১২ জন।
এই বিভাগের আরও খবর
কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মানবজমিন
মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

জাগোনিউজ২৪
গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

সমকাল
বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাংলা ট্রিবিউন
কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

প্রথমআলো
মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়