দেশীয় শিল্পের রক্ষার নামে যে উচ্চহারে আমদানি শুল্ক আরোপ করার কারণে পণ্য কিনতে দেশীয় ভোক্তাদের বছরে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি বলেছে, তারা ভেবেছিল নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর প্রথম বাজেটে সব কিছু দেখে চিন্তা করে ধাপে ধাপে আমদানি শুল্ক কমাবেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
ক্যাবের বর্তমান সভাপতি গোলাম রহমান বলেন, বাজেটে উল্টো গুঁড়া দুধ, চিনিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। সুরক্ষা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া উচিত এবং ধীরে ধীরে তা কমিয়ে আনা উচিত। ২০১৯–২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনা তুলে ধরার জন্য শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি মতামত ব্যক্ত করেন। এ সময় সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম সামসুল আলম, ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গোলাম রহমান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তারের একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, উচ্চ শুল্কের কারণে শুধু ২০১৭–১৮ অর্থবছরে ভোক্তাদের ১ হাজার ৪২২ কোটি ডলার বাড়তি ব্যয় হয়েছে যা কিনা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকার সমান। তিনি বলেন, বাংলাদেশে আমদানি শুল্ক হার গড়ে প্রায় ২৬ শতাংশ, যা দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। যদিও চীন ও, দক্ষিণ–পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার অভিজ্ঞতায় দেখা যায়, শিল্পায়ণ, রপ্তানিতে বৈচিত্র্য আনা ও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো বিশেষ কার্যকর।
অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে ভ্যাট তুলে নেওয়া, ক্রেতাদের দেওয়া ভ্যাট সরকারের কোষাগারে যাওয়া নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া, মূসক চালান সহজনীয় করা, সঞ্চয়পত্রের উৎসে কর কমানো, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, ব্যাংকে গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করা এবং ভোক্তা–বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য তাগিদ দেওয়া হয়। গোলাম রহমান আরো বলেন, সাধারণ মানুষের আয় অন্তত দ্বিগুণ না হলে হতাশা, অসন্তোষ বেড়ে যাবে। ধনী– গরীবের মধ্যে আয় পার্থক্য বাড়বে। দেশে এমনিতে আয় বৈষম্য বাড়ছে। এর নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়