এম শহীদুল ইসলাম দুই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে। দীর্ঘ ৩৬ বছর দেশের শীর্ষস্থানীয় চারটি ব্যাংকের বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি, শীর্ষ নির্বাহী হিসেবে নিজের কাজের অভিজ্ঞতাসহ দেশের ব্যাংকিং খাতের নানা দিক নিয়ে সম্প্রতি এ ব্যাংকার কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হাছান আদনান
১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল শাহ্জালাল ইসলামী ব্যাংক। দুই দশকের এ যাত্রায় ব্যাংকের অর্জন কী?
দেশের উচ্চশিক্ষিত, স্বনামধন্য ও প্রতিষ্ঠিত একঝাঁক ব্যবসায়ীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ২০০১ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ এ পথযাত্রায় ব্যাংকটি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বিভিন্ন মানদণ্ডে এ ব্যাংকের আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ়। আর্থিকভাবে শক্তিশালী দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে সামনের সারিতেই শাহ্জালাল ইসলামী ব্যাংকের অবস্থান। যাদের উদ্যোগ ও কর্মে ব্যাংকটি আজকের অবস্থানে এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে জমা আছে গ্রাহকদের ২১ হাজার ৬০৮ কোটি টাকার আমানত। এ আমানত থেকে আমরা শরিয়াহ্র বিধান মেনে ২০ হাজার ২৯৩ কোটি টাকা বিনিয়োগ করেছি। সব মিলিয়ে এটি এখন প্রায় ৩০ হাজার কোটি টাকা সম্পদের একটি ব্যাংক।
দেশজুড়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩২টি শাখা রয়েছে। এছাড়া ৩৭টি এজেন্ট আউটলেট, দুটি উপ-শাখা ও ১১০টি এটিএম বুথের মাধ্যমে আমরা গ্রাহকদের সেবা দিচ্ছি। পোশাক শিল্প, শিল্প, বাণিজ্য, এসএমই, রিটেইল, আমদানি, রফতানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা দুস্থ ও সহায়-সম্বলহীন মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঘূর্ণিঝড় ও বন্যাকবলিত দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ, মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। দেশী-বিদেশী বিভিন্ন ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের মূল্যায়নে এ ব্যাংক শক্তিশালী রেটিং পেয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আমাদের পুরস্কৃতও করছে। শতভাগ শরিয়াহ্ কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে। এটিই ব্যাংকের সবচেয়ে বড় অর্জন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়