রিয়াল মাদ্রিদে যখনই আশঙ্কার মেঘ জমাট বাঁধছে, তখনই করিম বেনজেমার ম্যাজিক। অসাধারণ পারফরম্যান্সে লস ব্লাঙ্কোদের মুখে হাসি ফোটাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। তবে মুদ্রার উল্টো পিঠও তো দেখছেন! ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি যেমন। রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতেছে বলে হয়তো কাঠগড়ায় উঠছেন না তিনি, কিন্তু ফলটা অন্যরকম হলে কী হতো? এক ম্যাচে যে দুটো পেনাল্টি মিস করেছেন বেনজেমা!
বুধবার রাতে ওসাসুনার মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে রিয়াল। তাতে লা লিগার শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে মাদ্রিদের অভিজাতরা। তবে রিয়ালের জয় উৎসবের ফাঁকে বেনজেমার ব্যর্থতাও ফুটে উঠেছে। দারুণ সব গোল করে ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটানো ফরাসি তারকা একই জায়গায় দিয়ে দুটো পেনাল্টি শট নিয়ে দুইবারই ব্যর্থ হয়েছেন।
৭ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি পায় রিয়াল। দুটো স্পট কিকই নিয়েছিলেন বেনজেমা। তবে ওসাসুনা গোলকিপার সের্হিয়ো হেরেরা তাকে রুখে দিয়েছেন। পেনাল্টি শট দুটি ফরাসি স্ট্রাইকার নিয়েছিলেন একই দিকে এবং পরিণতিও একই। তার বাঁ প্রান্ত দিয়ে নেওয়া শট দুটি একইভাবে প্রতিহত করেন হেরেরা।
৫১তম মিনিটে প্রথম পেনাল্টি পায় রিয়াল। সেবার বেনজেমার নেওয়া নিচু শট ঝাঁপিয়ে রক্ষা করেন ওসাসুনা গোলকিপার। ৭ মিনিট পর রোদ্রিগোকে বক্সের ভেতর ফাউল করলে আবারও বাঁশি বাজান রেফারি। আবারও শট নিতে যান বেনজেমা। তবে এবারও তাকে পড়ে ফেলেন হেরেরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়