ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে (ডিবিএইচ) দুই দশকেরও বেশি সময় ধরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন কিউএম শরীফুল আলা। তার প্রস্থানের পর থেকেই প্রতিষ্ঠানটির বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে নিজেদের অধিকারে থাকা ডিবিএইচের সাড়ে ১৭ শতাংশেরও বেশি শেয়ার বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির চার বিদেশী বিনিয়োগকারী।
প্রায় দুই যুগ আগে ১৯৯৭ সালে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ডিবিএইচ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেন কাজী মোহাম্মদ শরীফুল আলা, যিনি কিউএম শরীফুল আলা নামেই বেশি পরিচিত। তার মেয়াদে দেশের আবাসন খাতে অর্থায়নকারী অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয় ডিবিএইচ। প্রতিষ্ঠানটির এ সাফল্যে আকৃষ্ট হয়ে বিদেশী বিনিয়োগকারীরাও উল্লেখযোগ্য মাত্রায় বিনিয়োগ করেছেন ডিবিএইচের শেয়ারে। চলতি বছরের জুন শেষে শরীফুল আলা ডিবিএইচের এমডির দায়িত্ব ছেড়ে দেন। তার দায়িত্ব ছাড়ার দুই মাস পর সেপ্টেম্বরে চার বিদেশী বিনিয়োগকারী তাদের কাছে থাকা ডিবিএইচের ১৭ দশমিক ৫৬ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন। দীর্ঘদিনের এমডি দায়িত্ব ছেড়ে দেয়ার পর বিদেশীদের শেয়ার বিক্রির বিষয়টি বাজারসংশ্লিষ্টদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়