এমন শুরুর পর চ্যাম্পিয়ন? ১১৬ বছর আগের স্মৃতি ফেরাতে হবে লিভারপুলকে

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম দ্বিতীয় হয়ে শেষ করেছিল লিভারপুল। এবার নিজেদের প্রথম তিন ম্যাচ শেষে সেই লিভারপুল কোথায়? ১৬তম! 

হ্যাঁ, তিন ম্যাচের একটিও জিততে না পারা ইয়ুর্গেন ক্লপের দলের শুরুটা ভালো হলো না। কাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারের পর লিভারপুল কোচ সে কথাই বোঝালেন, পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান ‘ঠিক তাকানোর মতো নয়’

প্রিমিয়ার লিগ কেবল শুরু হলো। এখনো ৩৫টি ম্যাচ আছে লিভারপুলের। তাই ঘুরে দাঁড়াতে যথেষ্ট সময় আছে ইংলিশ ক্লাবটির। তবে ক্লপ ২০১৫ সালে কোচ হয়ে আসার পর এবারই সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরুর নজির গড়ল লিভারপুল। এর আগে প্রথম তিন ম্যাচের মধ্যে অন্তত একটিতে জয়ের মুখ দেখেছে ক্লপের লিভারপুল। কিন্তু এবার ৩ ম্যাচের দুটিতে ড্র, এক হার—মাত্র ২ পয়েন্ট লিভারপুলের ঝুলিতে।

ইউনাইটেডের মাঠে হারের পর পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়েছিল ক্লপের কাছে। সংবাদকর্মীদের লিভারপুল কোচ বলেছেন, কিছুটা বিকৃতমনা হতে চাইলে তাকানো যায়। অবস্থাটা ঠিক তাকানোর মতো না হলেও পরিস্থিতি এটাই। তবে হারের জন্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না ক্লপ। খেলোয়াড়েরা মাধ্যমতো চেষ্টা করেছে বলেই মনে করেন এই জার্মান কোচ, ‘পারফরম্যান্স ভালো ছিল, হয়তো জেতার মতো নয়। তবে আমরা সমতাসূচক গোল করলে সেটি অবাক হওয়ার মতো কিছু হতো না।’

চোটের কারণে নিয়মিত কিছু খেলোয়াড়কে পায়নি লিভারপুল। নবি কেইতা, ইব্রাহিম কোনাতে, জোয়েল মাতিপ, থিয়াগো আলকান্ত্রা, দিয়োগো জোতা, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিনদের পাননি ক্লপ। এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে দারউইন নুনিয়েজকেও পাননি লিভারপুল কোচ।

ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’ জানিয়েছে, ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম তিন ম্যাচে জয়বঞ্চিত থেকেও পরে চ্যাম্পিয়ন হওয়ার সর্বশেষ নজির গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেটি ২০০৮ সালে। লিভারপুল এমন কিছুর দেখা পেয়েছে একবারই, ১৯০৬ সালে। অর্থাৎ, এবার চ্যাম্পিয়ন হতে হলে ১১৬ বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে হবে লিভারপুলকে। তবে কাজটা যে মোটেও সহজ হবে না, সেটিও বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান।
এই বিভাগের আরও খবর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

কালের কণ্ঠ
উত্তর জানা নেই নাজমুলের

উত্তর জানা নেই নাজমুলের

কালের কণ্ঠ
চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়