কানাডা এবং মেক্সিকো সীমান্তে ভ্রমণ বিধিনিষেধ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। তারা জানায়, কানাডা এবং মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের স্থল সীমানা কমপক্ষে ২১ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াতের জন্য বন্ধ থাকবে।
অন্যদিকে কানাডা গত ১৮ জুন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
কানাডায় কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার একেরপর এক কঠোর পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়ে চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে।
মহামারির কারণে বর্তমানে কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। যদিও নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন।
উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান বলেন, কোভিড কালের শুরু থেকেই জননিরাপত্তা সব সময়ই কানাডা সরকারের প্রাধিকার ছিল। জনস্বাস্থ্যের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও কানাডার গৃহীত সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক। অর্থনৈতিক ও সামাজিক বিবেচনায় সিদ্ধান্তটিকে কঠোর মনে হলেও ভ্যাক্সিনেশনের মাত্রা আরও সন্তোষজনক পর্যায়ে না পৌঁছানা পর্যন্ত জীবন-জীবিকার সুরক্ষায় এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো ছাড়া অন্য কোন বিকল্প নেই।
রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরন বনিক শংকর জানালেন-করোনা কমতে শুরু করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তের মেয়াদ বৃদ্ধি সময় উপযোগী ও সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়