কেউ বলছেন ‘কিং করিম’, কেউ আবার তাঁকে ‘স্পাইডারম্যান’ বলছেন। এমন প্রশংসায় তো করিম বেনজেমা ভাসবেনই। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা তো আর সহজ কাজ নয়! চ্যাম্পিয়নস লিগে যেখানে একটি হ্যাটট্রিক পাওয়াই অনেক ফুটবলারের কাছে স্বপ্নের ব্যাপার, বেনজেমা সেটা করে দেখালেন টানা দুই ম্যাচে। তা-ও আবার নকআউট পর্বের ম্যাচে! এই কীর্তি গড়ে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বইয়ের ছোট্ট একটি তালিকায় নিজের নামটি লিখিয়ে নিয়েছেন বেনজেমা। রোনালদো, লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর পর চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ফরাসি স্ট্রাইকার।
এমন একটি কীর্তি গড়ার পরও বেনজেমা হাওয়ায় উড়ছেন না। পা মাটিতেই রাখছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর কাল কোয়ার্টার ফাইনালে স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে হ্যাটট্রিক—নিজের এই পারফরম্যান্স নিয়ে কী বলবেন বেনজেমা? উত্তরটা সংক্ষেপেই দিলেন তিনি, ‘এগুলো জাদুকরী রাত!’
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বেনজেমা। সেখানে দলের জয় আর দল হিসেবে ভালো খেলতে পারার বিষয়টিই বেশি প্রাধান্য পেয়েছে, ‘এগুলো জাদুকরী রাত। বার্নাব্যুতে পিএসজির বিপক্ষে ম্যাচে যেমন একটি রাত কেটেছিল আমাদের। আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম। দেখাতে চেয়েছিলাম, রিয়াল মাদ্রিদ আসলে কী। এরপর সবকিছু আমাদের পক্ষেই ছিল। কারণ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলেছি।’
চেলসির মাঠ থেকে ৩-১ গোলে জিতে এলেও এখনই সবকিছু শেষ হয়ে যায়নি বলেই মনে করেন বেনজেমা। সতীর্থদের তাগিদ দিতেই হয়তো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের কথা মনে করিয়ে দিলেন সবাইকে। একই সঙ্গে চেলসিকে একটা হুমকিও হয়তো দিয়ে রাখলেন বেনজেমা, ‘আমরা ভালো অবস্থায় আছি এবং শেষ বাঁশি বাজার আগপর্যন্ত লড়াই করেছি। আমরা ম্যাচটি জিততে চেয়েছি এবং মাদ্রিদ যখন কিছু করতে চায়, সেটার ফল ভালোই হয়। আমরা এখন ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলব। ম্যাচটি জিততে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নিজের হ্যাটট্রিক নিয়ে কথা বলতে গিয়ে বেনজেমার কণ্ঠে উঠে এসেছে একটি গোল মিসের আক্ষেপ, ‘তিন গোল করাটা সত্যিই খুব দারুণ ব্যাপার। তৃতীয় গোলটি নিয়ে আমি বেশি খুশি। কারণ, প্রথমার্ধে আমি একটি গোল মিস করেছি। মিসটা আমাকে খুব খোঁচাচ্ছিল। গোল করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর আরেকটু সুযোগ পেলাম এবং গোল করলাম। সুযোগটা কাজে লাগাতে পারায় আমি খুব খুশি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়