খুলছে ক্যাম্পাস, ছাত্র সংগঠনগুলো যা ভাবছে

স্কুলের পাশাপাশি অক্টোবরে বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ছাত্র সংগঠনগুলো। দেড় বছরের যাবতীয় সাংগঠনিক ঘাটতি পুষিয়ে নেওয়ার আশাও দেখছেন ছাত্রনেতারা।

ক্যাম্পাস খোলার পর ছাত্রলীগের প্রথম পরিকল্পনা হলো ফ্যাকাল্টি ও বিভাগীয় কমিটি দেওয়া। গণরুম বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতাসহ শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করা, অস্বচ্ছলদের পাশে দাঁড়ানোসহ আরও কিছু পরিকল্পনা আছে তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার পর আমাদের সকল কার্যক্রম কেন্দ্রে থাকবে। যেহেতু হল বা ফ্যাকাল্টি কমিটিগুলো হয়নি তাই বিভাগীয় কমিটিগুলোও হয়নি। সম্মেলনের মাধ্যমে মেধাবীদের হাতে বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব তুলে দিতে চাই। এটিই আমাদের প্রধান সাংগঠনিক লক্ষ্য। এর বাইরে শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিও চালাবো। ‘গণরুম’ তুলে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করবো। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যেন নিয়মতান্ত্রিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে সিট পায় সেটি নিয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও আছে আমাদের।”

ছাত্রদল আপাতত সীমিত পরিসরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা ও দলীয় কর্মী সংগ্রহে প্রচার চালানোর চিন্তা করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও কাজ করবে বলে জানিয়েছে তারা।

ঢাবি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমার সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবো। শিক্ষার্থীদের স্বাস্থ্যরক্ষা নিশ্চিতেও সহযোগিতা করবো।’

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মূল টার্গেট গণরুম-গেস্টরুম বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া। এ ছাড়াও, করোনাকালীন যাবতীয় ফি মওকুফ, রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করা নিয়েও কাজ করার চিন্তা-ভাবনা আছে তাদের।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘প্রশাসন বলেছে গণরুম উঠিয়ে শিক্ষার্থীদের বৈধ সিট দেবে। আমরা এ নিয়ে সন্দিহান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পর্যন্ত অনেকবার পদক্ষেপ নিয়েও এ কাজ করতে পারেনি। যতদিন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নানা সংকট- যেমন রেজিস্ট্রার বিল্ডিংয়ে শিক্ষার্থীদের হয়রানি, করোনার সময়ের নেওয়া উন্নয়ন ফি; এসব নিয়ে কাজ করবো। এ ছাড়া ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের জন্যও আন্দোলন চালিয়ে যাবো।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ) ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলছে গণরুম থাকবে না। এরপর শিক্ষার্থীদের ওপর তাদের প্রভাব বিস্তারের চেষ্টা কমবে কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই। করোনাকালে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি-সহ অনেক ফি আদায় করা হয়েছে। দুই-একটা খাতে ফি মওকুফ হলেও বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই নেওয়া হয়েছে, সেগুলো ফিরিয়ে দেওয়া দরকার।’
এই বিভাগের আরও খবর
৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি

৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি

জনকণ্ঠ
বুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে যেতে পারবেন প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষকরা

যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে যেতে পারবেন প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষকরা

জনকণ্ঠ
বুয়েটে ছাত্রলীগ: প্রতিবাদে আজও উত্তাল ক্যাম্পাস

বুয়েটে ছাত্রলীগ: প্রতিবাদে আজও উত্তাল ক্যাম্পাস

সমকাল
এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন হতে পারে

এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন হতে পারে

জনকণ্ঠ
সুখবর! অর্ধলক্ষ শিক্ষক নিয়োগ: কাল শূন্যপদের তথ্য সংশোধনের শেষ তারিখ

সুখবর! অর্ধলক্ষ শিক্ষক নিয়োগ: কাল শূন্যপদের তথ্য সংশোধনের শেষ তারিখ

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়