চট্টগ্রামে ছিটানো কীটনাশকে মশা মরে না, পরীক্ষায় প্রমাণিত

মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দেওয়া পাঁচটি কীটনাশকের কার্যকারিতা যাচাই করেছে টেকনিক্যাল কমিটি। এর মধ্যে একটি কীটনাশকের কার্যকারিতা শতভাগ হলেও বাকি চারটির ফল আশানুরূপ নয়। এদিকে কম কার্যকারিতার ওই চার কীটনাশকের দুইটি বর্তমানে মশক নিধনে ব্যবহার করছে চসিক, যেগুলোর কার্যকারিতা মাত্র ৮ ও ১২ শতাংশ। তাই সেগুলো বাদ দিয়ে শতভাগ কার্যকর কীটনাশকটি ব্যবহারের পরামর্শ দিয়েছে মশক নিধনের জন্য কার্যকর ওষুধ নিশ্চিতে গঠিত টেকনিক্যাল কমিটি।

এ বিষয়ে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মশক নিধনের জন্য কার্যকর ওষুধ নিশ্চিতে আমাদেরকে চসিক থেকে পাঁচটি কীটনাশকের নমুনা দেওয়া হয়। এসব নমুনা পরীক্ষা করে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চসিক মেয়রের কাছে পরীক্ষার ফলাফল উপস্থাপন করেছি। পরীক্ষায় একটি কীটনাশকের কার্যকারিতা শতভাগ পেয়েছি। হারবাল ওই কীটনাশকটি ব্যবহার করে দেখেছি, তাতে মশার লার্ভা শতভাগ নিধন হচ্ছে। শুধু লার্ভা নয়, এডিস ও অ্যানোফিলিস মশাও শতভাগ নিধন হয়েছে। আমরা এই কীটনাশকটি ব্যবহারের জন্য চসিককে পরামর্শ দিয়েছি।’

কীটনাশকগুলোর নাম জানতে চাইলে বলতে রাজি হননি ড. রবিউল। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কীটনাশক প্রতিষ্ঠানগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নাম বলতে পারছি না। চসিক থেকে আমাদেরকে পাঁচটি কীটনাশকের নমুনা দেওয়ার পর আমরা সেগুলো নমুনা এক, দুই—এভাবে কোডিং করি। এরপর সেই ভিত্তিতে কার্যকারিতা পর্যবেক্ষণ করি।’

টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে, কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা ৯১ শতাংশ আর্দ্রতা এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি পরীক্ষাগারে পরিচালিত। এডিস ও অ্যানোফিলিস দুই ধরনের মশা এবং লার্ভার ওপর এসব কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফগিংয়ের চেয়ে স্প্রে করে বেশি কার্যকারিতা পেয়েছে টেকনিক্যাল টিম।

ফলাফলে দেখা যায়, একটি কীটনাশক পরীক্ষাগারে রাখা ৫০টি লার্ভার ওপর ব্যবহার (সুপারিশ করা প্রয়োগমাত্রা প্রতি লিটারে ১৬ দশমিক ৯ মিলিলিটার) করে দেখা যায়, দুই ঘণ্টা পর শতভাগ মারা গেছে। শতভাগ কার্যকর কীটনাশকটিই প্রয়োগের সুপারিশ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
তীব্র গরমে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ

তীব্র গরমে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ

জনকণ্ঠ
আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি

আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়