চাপের মুখে এফবিআই

আটলান্টার বন্দুক হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের এশিয়ান-আমেরিকান সম্প্রদায়। হামলায় নিহত ৮ জনের ৬ জনই এশীয় নারী। এশিয়ান আমেরিকান কমিউনিটি নেতারা বলছেন, তাদের জনগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে যে বৈষম্য ও হয়রানির শিকার হয়েছেন এবং তা অবহেলা করা হয়েছে। এই ধরণের ঘৃণাবাদী ঘটনা সম্পর্কে আগে থেকেই গোয়েন্দা তথ্য প্রকাশের ব্যর্থতার জন্যও সমালোচিত হচ্ছে এফবিআই এবং অন্যান্য পুলিশি সংস্থাগুলো। তাদের ওপর চাপ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে তিনটি বডি ম্যাসাজ পার্লারে বন্দুক হামলা চালানো হয়। এক বন্দুকধারীর ওই হামলায় ছয় এশীয় নারীসহ অন্তত আট জন নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

এশিয়ান আমেরিকান কমিউনিটি নেতারা বুধবার ওই হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন দীর্ঘকাল ধরেই এই জনগোষ্ঠীর মানুষ বৈষম্য এবং হয়রানির শিকার হয়ে আসছেন। ন্যাশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান উইমেন’স ফোরাম (এনএপিএডব্লিউএফ)-এর নির্বাহী পরিচালক সাং ইয়োন চোমিরো বলেন, ‘এই বিষয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করতে এক দিনে ছয় জন এশীয় আমেরিকান নারীকে জীবন দিতে হয়েছে।’ তিনি বলেন, ‘এশিয়ান আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণাবাদী অপরাধের রেকর্ড রাখার পরিমাণ কম কারণ আমাদের বিরুদ্ধে বৈষম্য এবং হয়রানির বিষয়গুলো স্বীকারই করা হয় না।’

২০১৯ সালে এফবিআই-এর ঘৃণাবাদী অপরাধের পরিসংখ্যান থেকে দেখা যায়, মোট চার হাজার ৯৩০ জন  নিজেদের বর্ণ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের জন্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪.৪ শতাংশ এশীয় বিদ্বেষের শিকার, ৪৮.৫ শতাংশ কালো বর্ণ বিদ্বেষ আর ১৪.১ শতাংশ স্প্যানিশ বিদ্বেষের শিকার। তবে এই পরিসংখ্যানে আমেরিকায় ঘৃণাবাদী অপরাধের প্রকৃত চিত্র উঠে আসেনি বলে মনে করেন অনেকেই।

১৯৯০ সাল থেকেই দেশটিতে একটি কেন্দ্রীয় আইন বলবৎ রয়েছে। যাতে ঘৃণাবাদী অপরাদের রেকর্ড রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে ওই আইনে পুলিশ বাহিনীকে রেকর্ড রাখতে বাধ্য না করায় তা কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে। ফলে ৯০ শতাংশ আইন প্রয়োগকারী সংস্থা ২০১৯ সালে ঘৃণাবাদী অপরাধের একটি ঘটনার কথাও উল্লেখ করেনি। নাগরিক অধিকার কর্মীরা এই পরিস্থিতিকে অবিশ্বাস্য মনে করেন। এছাড়াও ফেব্রুয়ারিতে একটি কেন্দ্রীয় প্রতিবেদনে বলা হয় ৪০ শতাংশ ঘৃণাবাদী অপরাধের কথা কখনওই কর্তৃপক্ষের সামনে আসে না।

ব্রেনান সেন্টার ফর জাস্টিসের কর্মকর্তা মাইকেল জার্মান বলেন, ‘আমাদের কাছে যুক্তরাষ্ট্রে ঘৃণাবাদী অপরাধের প্রকৃত চিত্রও নেই। গত বছর কতগুলো ব্যাংক ডাকাতি হয়েছে তা এফবিআই বলতে পারবে, কিন্তু তারা পক্ষপাতের অপরাধের সত্যিকার মূল্যায়ন জানাতে পারবে না।’ তিনি জানান, বিচার বিভাগের এক জরিপ অনুযায়ী ২০১৭ ও ২০১৮ সালে দুই লাখ ৩০ হাজার সহিংস ঘৃণাবাদী অপরাধ ঘটেছে। একই সময়ে ৫০টি ঘৃণাবাদী অপরাধের মামলার বিচার হয়েছে। জার্মান বলেন, ‘এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের আগ্রহের অভাব এবং কোন বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন তার অগ্রাধিকার ঠিক করায় ঘাটতির ইঙ্গিত পাওয়া যায়।’

সরকারি বিশ্বাসযোগ্য তথ্যের অভাবে এশিয়ান আমেরিকান গ্রুপগুলো নিজেদের সংগ্রহ করা তথ্য দিয়ে সেই শুন্যস্থান পূরণ করছেন। আটলান্টায় গুলিবর্ষণের দিনে এমন একটি গ্রুপ নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির সময়ে ৩ হাজার ৭৯৫টি মৌখিক হয়রানি, শারিরীক আক্রমণ, কর্মক্ষেত্রে বৈষম্য এবং অন্য ধরনের পক্ষপাতের ঘটনা ঘটেছে। গ্রুপটি বলছে, ঘৃণাবাদী যতো অপরাধ ঘটেছে তার খুবই ছোট একটি সংখ্যা এগুলো। তারপরেও এর মধ্য দিয়ে বোঝা যায় এশিয়ান আমেরিকানদের কত সহজে বৈষম্যের শিকার বানানো যায়।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া