মানুষের শরীর কীভাবে উষ্ণতা ও স্পর্শের অনুভূতি অনুভব করে, তার রাসায়নিক কাঠামো (রিসেপ্টর) আবিষ্কার করে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরদেম পাতোপাউতিয়ান। গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বেলা সাড়ে ৩টায় এ পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ডেভিড জুলিয়াসের জন্ম যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গবেষণারত পাতোপাউতিয়ানের জন্ম লেবাননের বৈরুতে। এই দুই বিজ্ঞানী তাপ, ঠাণ্ডা ও স্পর্শ কীভাবে আমাদের স্নায়ুতন্ত্রের সংকেত দেয়া শুরু করতে পারে তার ব্যাখ্যা করেছেন। তাদের গবেষণায় উঠে এসেছে কীভাবে মানবদেহ সূর্যের উত্তাপ কিংবা একে অন্যকে জড়িয়ে ধরা অনুভব করে।
পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, তাদের আবিষ্কার মানবজাতির জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যথার চিকিৎসায় তাদের উদ্ভাবন নতুন পথের সন্ধান দেবে।
এক টুইট বার্তায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, ডেভিড জুলিয়াস ও আরদেম পাতোপাউতিয়ানের গবেষণা আমাদের বুঝতে শিখিয়েছে কীভাবে তাপ, ঠাণ্ডা ও যান্ত্রিক শক্তি স্নায়ু আবেগের শুরু করতে পারে। আমাদের চারপাশের জগেক উপলব্ধি করতে ও মানিয়ে নিতে সাহায্য করে এটি।
চিকিৎসাশাস্ত্রে নোবেল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের নোবেল আয়োজন। এরপর আজ পদার্থবিজ্ঞান, ৬ অক্টোবর রসায়ন, ৭ অক্টোবর সাহিত্য, ৮ অক্টোবর শান্তি ও ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার চালু করা হয়। ওই বছর পাঁচটি বিভাগে এ পুরস্কার দেয়া হয়। পরে ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেয়া শুরু হয়। ১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে দেয়া হয় নোবেলজয়ীদের পুরস্কারের অর্থ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে করোনা মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়