চীনে আবারো করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আসন্ন শীতে মহামারী আরো মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। কভিডের সংক্রমণ শঙ্কায় দেশটির সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্কিত ক্রয়প্রবণতা (প্যানিক বায়িং)। খাদ্যপণ্য ও সবজির আপত্কালীন মজুদ গড়ে তুলতে সুপারশপগুলোয় রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তারা।
দেশটির উহান শহর থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ বৈশ্বিক মহামারী রূপে দেখা দেয় গত বছর। শুরু থেকেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে চীন। অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক দ্রুততার সঙ্গেই গত বছর মহামারীকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় দেশটি। আক্রান্তের সংখ্যা কমে এলে দেশটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে জনজীবন। যদিও বর্তমানে দেশটিতে করোনার ক্রমবর্ধমান প্রকোপ নতুন করে শঙ্কার কারণ হয়ে উঠেছে।
সম্প্রতি আসন্ন শীত ও কভিড পরিস্থিতিকে কেন্দ্র করে চীন সরকারের পক্ষ থেকে জনগণকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যপণ্যের আপত্কালীন মজুদ গড়ে তুলতে অনুরোধ করা হয়। সরকারি এ ঘোষণার সঙ্গে সঙ্গে সুপারশপসহ দোকানপাটে হুমড়ি খেয়ে পড়ে সবাই। এক পর্যায়ে তা রীতিমতো প্যানিক বায়িংয়ে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে ভোক্তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়।
ক্রেতারা মূলত বাঁধাকপি, ভোজ্যতেল, চাল ও আটা মজুদ করছেন সবচেয়ে বেশি। সুপারমার্কেটে সবজির দোকানগুলোয় এখন অপেক্ষমাণ ক্রেতাদের লম্বা সারি দেখা যাচ্ছে। এ বিষয়ে বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত একটি সুপারমার্কেটের সামনে বাইসাইকেলে চাল বহনকারী এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তীব্র শীত আসন্ন। এ অবস্থায় আমরা খাবার নিশ্চিত করতে চাই।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় দেশটির বিভিন্ন প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষকে খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে ক্রেতাদের জরুরি পরিস্থিতি সামাল দিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুদ করে রাখারও উপদেশ দেয়া হয়। এ উপদেশের পরিপ্রেক্ষিতেই ক্রেতাদের মধ্যে প্যানিক বায়িংয়ের প্রবণতা দেখা যায়।
যদিও দেশটির ক্রেতাদের অনেকেই বলছেন, এখনো স্বাভাবিক অবস্থার তুলনায় বাড়তি খাবার কিনে মজুদ করার মতো পরিস্থিতি আসেনি। বেইজিংয়ের স্থানীয় এক সুপারমার্কেটের এক ক্রেতার এ বিষয়ে মন্তব্য, সবজি কোথায় মজুদ করব? এগুলোর কোনো প্রয়োজন নেই। দৈনিক যা দরকার, আমি তা যথেষ্ট পাই। অন্যরাও বলছেন, তারা কোনো ধরনের সংকট প্রত্যাশা করছেন না, বিশেষ করে রাজধানী বেইজিংয়ে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়