কভিড-১৯ মহামারীর কারণে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বন্ধ রয়েছে। কিন্তু বিশেষ প্রয়োজনে আন্তর্জাতিক রুটে যে ক’টি ফ্লাইট পরিচালিত হয়েছে তাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় মাসে প্রায় ৩৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ইউএস-বাংলা এয়ারলাইনসের আট কর্মীকে আটকও করা হয়েছে। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভিন্ন সময় শুল্ক গোয়েন্দাদের পাঠানো বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে দেশে যে পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। এর অধিকাংশই জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে জব্দ সর্বশেষ চোরাচালানটি ছিল প্রায় সাত কেজি স্বর্ণের। যেটির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে এয়ারলাইনসটির আট কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বক্স ক্যাটারিং সার্ভিসের গাড়ি তল্লাশি করে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ক্যাটারিং সার্ভিসের আট কর্মীকে আটকের পাশাপাশি চোরাচালানে ব্যবহূত গাড়িটি জব্দ করে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ২২ জানুয়ারি মাসকাট থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা সারোয়ার উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়