টাইগারদের নেতৃত্বে পরিবর্তন আসছে!

মরুর বুকে চলছে টাইগারদের বিশ্বকাপ অভিযান। এরই মধ্যে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরে। শুক্রবার (২২ অক্টোবর) সময় নিউজের সঙ্গে একান্ত আলাপে এমন খবরই দিলেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রধান বলেন, ‘আমাদের ক্যাপ্টেন ছিল সাকিব। কিন্তু সে নিষেধাজ্ঞায় পড়ে যাওয়ায় আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। আমরা মমিনুলকে দিলাম টেস্টের দায়িত্ব। তামিমকে নিয়ে আসলাম ওডিআইতে। এছাড়া মাহমুদউল্লাহকে দেওয়া হলো টি-টোয়েন্টির দায়িত্ব।’

পাপন আরও যোগ করেন, এখন পর্যন্ত যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, একদিনের ম্যাচে তামিম ঠিক আছে, কোনো সমস্যা দেখছি না। এছাড়া টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বে বলতে গেলে আমরা সর্বোচ্চ সাফল্যই পেয়েছি। তো সেও ঠিক আছে। তবে মূল সমস্যা আমাদের টেস্টে।

যদিও এর মমিনুলকে দোষারোপ করে লাভ নেই বলেও জানিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, ক্রিকেটের এই ফরম্যাটে আমরা এমনিতেই দুর্বল। আরও যোগ করেন, এই মুহুর্তেই যে আমরা পরিবর্তন নিয়ে ভাবছি তা নয়, তবে পরিবর্তন আসাটা স্বাভাবিক। যদিও কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা স্পষ্ট করে বলেননি তিনি।

এর আগে একই দিন আরও এক বিস্ফোরক খবর দেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই নাকি অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তা হতে দেননি খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ খবর জানিয়েছেন বোর্ড প্রধানই।

বিসিবি সভাপতি বলেন, তামিম প্রতিটা সিদ্ধান্তই আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। গত নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই আমাকে জানিয়েছিল যে, সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। এই ফর‌ম্যাটে আর খেলতে চায় না।

পাপন আরও বলেন, সেসময় আমিই তাকে বলেছি, তুমি এখন এসব কিছু করো না, আগে ঘুরে আসো তারপর দেখা যাবে। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। গত ৮-১০ বছর ধরে সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকারও বাঁ-হাতি এ ওপেনার।

অন্যদিকে, বিশ্বকাপের আগেই টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পাপন।

খবরটা কদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছিল যে, চুক্তির মেয়াদ বাড়ছে টাইগার হেড কোচের। এছাড়া এর আগে তার কোচিংয়ে সন্তুষ্ট বোর্ড প্রধানও আভাস দিয়েছিলেন চুক্তি বাড়ানোর। শেষ পর্যন্ত তাই হলো।
এই বিভাগের আরও খবর
এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

নয়া দিগন্ত
বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

যুগান্তর
এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

কালের কণ্ঠ
মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

কালের কণ্ঠ
জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

বণিক বার্তা
লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়