করোনার টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আতিক বলেন, সরকার বিনা পয়সায় টিকা দিচ্ছে, আপনি হেলায় টিকা নেবেন না, আপনি গুরুত্ব দেবেন না, এটা একটা অপরাধ। আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই। এটি একটি অপরাধ আর অপরাধ যদি হয়, অবশ্যই তার শাস্তি হবে। সেই শান্তি হলো ট্রেড লাইসেন্স বন্ধ।
তিনি আরও বলেন, টিকার আওতায় সবাইকে আসতে হবে। প্রথম ডোজের টিকা সবাইকে যদি দিতে পারি আমরা, আস্তে আস্তে দ্বিতীয় ডোজটাও পারব। টিকা আমার, সুরক্ষা সবার। নো ভ্যাকসিন, নো সার্ভিস। যারা টিকা নেবেন না আগামী ১ মার্চ থেকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিক।
গণটিকা কার্যক্রম আজই শেষ হবে। তাই সবাইকে বলতে চাই, আপনারা আসুন। উত্তর সিটি করপোরেশনে আমাদের ৪৮৬টি কেন্দ্র খোলা আছে। আমি খবর নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে আছে—বলেন আতিক।
দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৮ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ১৭ লাখের বেশি মানুষ। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম সংবাদ সম্মেলনে জানান, বিশেষ টিকা ক্যাম্পেইন হবে ২৬ ফেব্রুয়ারি।
এরপর প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে। ওই ঘোষণার পর দেশের টিকাদানকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হবে না। তবে প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজকে বেশি গুরুত্ব দেওয়া হবে। দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষদিক থেকে রোগী বাড়তে শুরু করে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়