ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কি.মি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস সংযোগ সড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।  বুধবার সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।  বিকাল দুইটা পেরিয়ে গেলেও সড়কটি যানজটমুক্ত হয়নি।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, চেক পোস্টে গাড়ির চেকিং করার সময় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে বিএনপির দাবি, চট্টগ্রামের বিএনপির জনসভায় যাতে নেতা কর্মীরা যেতে না পারে সেজন্য বাধা সৃষ্টি করতেই এই চেকপোস্ট বসানো হয়েছে ।  

চেকপোস্টের নামে বিএনপি'র জনসভায় যাওয়া অনেক গাড়ি আটকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি তাদের।

স্থানীয় চালক ও বাসিন্দারা জানান,সকাল দশটা থেকে ফৌজদার  পুলিশ ফাঁড়ি সমন্বয় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।  এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ  শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম।

ইউএনও শাহাদাত হোসেন বলেন,  রুটিনওয়ার্ক অনুযায়ী  চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলছে। এতে গাড়ির কিছুটা স্লো গতি হলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফোজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ আই এম তৌহিদুল করিম বলেন, যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও তা আধ বা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এতে জনগণের কোনো ভোগান্তি হবে না বলে জানান তিনি।

এদিকে, বসকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীরা বাধা দিচ্ছে বলে দাবি করছে বিএনপি।

দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সাদা পোশাকে ডিবি ও থানা পুলিশ তাদের গাড়ি চেক করার নামে হয়রানি করছে। বেশিরভাগ নেতাকর্মী সমাবেশে যেতে পারছেন না।

সীতাকুণ্ডের ভাটিয়ারী স্বেচ্ছাসেব দলের নেতা হেলাল উদ্দিন  অভিযোগ করেন, সীতাকুণ্ডের বিভিন্ন সড়কে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আসার পথে বাধা দিচ্ছে। গাড়ি চেক পোষ্টের নামে নেতাকর্মীদের জনসভা যেতে বাধা সৃষ্টি করছে। এছাড়া সাধারণ জনগণ ও যাত্রীসাধারণ চরম ভোগান্তির মধ্যে পড়ছে।
এই বিভাগের আরও খবর
সাত বিভাগে বৃষ্টির আভাস, সহসাই কমছে না তাপপ্রবাহ

সাত বিভাগে বৃষ্টির আভাস, সহসাই কমছে না তাপপ্রবাহ

বণিক বার্তা
কেএনএফের আরো ৩ সদস্যসহ ৪ জন আটক

কেএনএফের আরো ৩ সদস্যসহ ৪ জন আটক

জনকণ্ঠ
ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

ভোরের কাগজ
দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব

দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব

যুগান্তর
চার বিভাগে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত, ঘাম ঝরবে বেশি, বাড়বে অস্বস্তি

চার বিভাগে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত, ঘাম ঝরবে বেশি, বাড়বে অস্বস্তি

দৈনিক ইত্তেফাক
কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত

কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়