ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ৫ অক্টোবর খুলছে

করোনা মহামারীর কারণে দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এদিন অন্তত এক ডোজ টিকা গ্রহণকারী সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সকাল ৮টা থেকে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে তার আগেই শিক্ষার্থীরা লাইব্রেরি এবং সেমিনার লাইব্রেরিতে যেতে পারবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার সিদ্ধান্তের পর অন্য বিশ্ববিদ্যালয়গুলোও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বৈঠকে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। সভাশেষে উপউপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল সাংবাদিকদের জানান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হবে। এজন্য বেশকিছু শর্ত মানতে হবে।

তিনি জানান, অন্তত এক ডোজ টিকা গ্রহণকারী স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং নিজ নিজ বিভাগের সেমিনার লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। একই শর্তে ৫ অক্টোবর সকাল ৮টা থেকে তারা হলে উঠতে পারবেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দুটি শ্রেণীর ক্লাস ও পরীক্ষা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নভেম্বর থেকে সরাসরি শ্রেণী কার্যক্রম চালু করা হবে। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে টিকার ব্যবস্থা করার বিষয়টিও অনুমোদন দেয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রণীত স্বাস্থ্যবিধি এসওপি কঠোরভাবে পালনের সিদ্ধান্ত অনুমোদন লাভ করে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক সব বিশ্ববিদ্যালয়। হল খুলে দেয়ার বিষয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন
পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

দৈনিক ইত্তেফাক
লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

প্রথমআলো
হলগুলোতে ছাত্রদলের পোস্টার, মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

হলগুলোতে ছাত্রদলের পোস্টার, মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

সমকাল
ঢাবিতে মুক্তিযুদ্ধের নাতি-নাতনির কোটা বাতিল

ঢাবিতে মুক্তিযুদ্ধের নাতি-নাতনির কোটা বাতিল

ভোরের কাগজ
এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, নিয়োগ হবে এক লাখ শিক্ষক

এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, নিয়োগ হবে এক লাখ শিক্ষক

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া