তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল

পার্লামেন্টে অধিবেশন চলাকালেই হাতাহাতি ও মারামারি করেছেন তাইওয়ানের এমপিরা। নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জের ধরেই শুক্রবার (১৭ মে) এমন নাটকীয় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এর এই নাটকীয় দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

তাইওয়ানের পার্লামেন্ট যেন এক খেলাঘর। আর এমপিরা ছোট শিশু। তারা একে অপরকে কিল-ঘুসি, লাথি মারছেন, চিঁৎকার-চেচামেচি করছেন, চুল ধরে টানছেন, ধস্তাধস্তি করছেন। স্পিকার তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারা মারামারি চালিয়েই যাচ্ছেন। মুহূর্তেই সর্বোচ্চ ২ মিনিট ৭ সেকেন্ড ও সর্বনিম্ন ২৬ সেকেন্ডের নাটকীয় এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে।

নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে এমন ঘটনা ঘটলো। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা তার।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রধান বিরোধীদল কুমিংতানের আসন পার্লামেন্টে সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

তবে তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি-মারামারির ঘটনা নতুন নয়। বিশ্বের অন্য যে কোনও দেশের পার্লামেন্টের তুলনায় তাইওয়ানের পার্লামেন্ট চেয়ার ছোড়াছুড়িসহ জল বেলুন নিক্ষেপ, চুল টানাটানি, ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো সহিংসতার জন্য সুপরিচিত। বর্তমানে এটি স্থানীয় রাজনীতিরই একটি অংশ হয়ে উঠেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া