দুই বছরে রোহিঙ্গা কমেছে ৭৭ হাজার!

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে কয়েক দশক ধরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। তবে রোহিঙ্গাদের সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালের আগস্টে। সে সময় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে ১০-১২ লাখ রোহিঙ্গা রয়েছে।

 অন্যদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার।
 শুধু ইউএনএইচসিআর নয়, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ লাখ ৫৭ হাজার রোহিঙ্গার হিসাব দিয়েছিল বিভিন্ন ক্যাম্পে জরুরি সহায়তার কাজে থাকা আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত গ্রুপ ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপও (আইএসসিজি)।

এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায়নি। এ সময়ের মধ্যেই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে প্রায় পৌনে এক লাখ শিশু। সে হিসাবে রোহিঙ্গাদের সংখ্যা আরো বাড়ার কথা। অথচ সম্প্রতি প্রকাশিত ইউএনএইচসিআরের এক প্রতিবেদন বলছে, গত দুই বছরে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্টো কমেছে ৭৭ হাজার ৫১৪ জন।

‘২০১৯ ইয়ার-এন্ড রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার ৮২০ জন। যদিও ২০১৮ ও ২০১৭ সালের হিসাবে এ সংখ্যা ছিল যথাক্রমে ৯ লাখ ৬ হাজার ৬৯০ এবং ৯ লাখ ৩২ হাজার ৩৩৪।

রোহিঙ্গার সংখ্যা না বেড়ে কমার বিষয়ে জানতে চাইলে ইউএনএইচসিআরের একাধিক কর্মকর্তা বণিক বার্তাকে জানান, ২০১৭ সালে যে ৯ লাখ ৩২ হাজার রোহিঙ্গার হিসাব দেয়া হয়েছিল সেটা বায়োমেট্রিক গণনার মাধ্যমে দেয়া হয়নি। সে সময় ইউএনএইচসিআর রোহিঙ্গার সংখ্যা গণনায় ‘পরিবার মেথড’ ব্যবহার করেছিল।

 একেকটি পরিবারে ৫-১০ জন থাকতে পারে এমন ধরে নিয়ে গড় হিসাব করা হয়েছিল। কারণ অনেকেই দুর্গম এলাকায় ছড়িয়ে গিয়েছিল। ওই গণনায় এমন অনেক ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছিল, যারা একই সঙ্গে তিন থেকে পাঁচ জায়গায় নাম নিবন্ধন করেছে।

 তবে ২০১৮ সালের অক্টোবর থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন শুরু করে ইউএনএইচসিআর। এ সময় প্রত্যেককেই ডিজিটাল আইডেনটিটি দেয়া হয়েছে। তখন একই ব্যক্তি একাধিকবার গণনায় আসার সম্ভাবনা বন্ধ হয়ে যায়। ওই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের ভিত্তিতে রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৪ হাজার। যা আগেরগুলোর থেকে নির্ভুল। বিশ্বব্যাপী শরণার্থীদের বড় সংখ্যায় স্থানান্তরের বেলায় সংখ্যার এ পার্থক্য বড় কিছু নয়।

 

এই বিভাগের আরও খবর
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়