নারীর হাতের ত্বকে যত সমস্যা

অতিরিক্ত ধোয়াপাকলা, অতিরিক্ত সাবান ও ডিটারজেন্টের ব্যবহার, বারবার হাত ভেজানোর কারণে নারীদের হাতের ত্বকে ডার্মাটাইটিস বা প্রদাহ বেশি হয়। অনেকে একে হোমমেকারস ডার্মাটাইটিসও বলে। এটি দুই ধরনের হতে পারে—১. অ্যাকিউট ওয়েট ডার্মাটাইটিস এবং ২. ক্রনিক ড্রাই ডার্মাটাইটিস।

প্রথমটির ক্ষেত্রে হাতের তালু, আঙুলে হঠাৎ তীব্র চুলকানি, ফুসকুড়ি, লালচে ভাব বা প্রদাহ হয়। ডিটারজেন্ট, সাবান, গ্লাভস (হাতমোজা) ইত্যাদির সংস্পর্শে বারবার আসার কারণে এটি হয়ে থাকে।

ক্রনিক ড্রাই ডার্মাটাইটিসে আঙুলের মাথা শুষ্ক, খসখসে হয়ে পড়ে, রং বদল হয় ও সামান্য চুলকায়। শীতকালে এটি তীব্র আকার ধারণ করে।

এ ছাড়া গৃহস্থালির কাজ করা নারীদের হাতের ত্বকে ইনজুরি বা ক্ষত হওয়ার প্রবণতাও বেশি। কাটাকুটির সময় ব্যথা পাওয়া, ছেঁচা খাওয়া বা রক্তপাত হতে পারে গৃহস্থালির কাজের সময়।

হাতের ত্বকের সংক্রমণের মধ্যে অন্যতম হলো ক্যানডিডা ছত্রাক সংক্রমণ। এটি আঙুলের ফাঁকে বেশি হয়। এর কারণও বেশির ভাগ সময় হাত ভেজা থাকা। এ ছাড়া প্রদাহে নখ দিয়ে চুলকালে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। কখনো কাটা ক্ষতের পর সেলুলাইটিস হয়ে তীব্র ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

যা করতে হবে
যাঁদের অনেক বেশি পানির কাজ বা ধোয়াপাকলার কাজ করতে হয়, তাঁরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন। যেমন কম ক্ষারযুক্ত মৃদু সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা। ক্ষারহীন বা ময়েশ্চারযুক্ত সাবান বা হ্যান্ডওয়াশও আজকাল পাওয়া যায়।

তীব্র কেমিক্যালযুক্ত তরল হাতের সংস্পর্শে যেন না আসে, সেদিকে খেয়াল রাখা। দরকার হলে কাজের সময় গ্লাভস পরা। চাইলে কেমিক্যালযুক্ত তরলকে পানি মিশিয়ে মৃদু করে নিতে পারেন।

রাবারের গ্লাভসে অনেকের অ্যালার্জি হয়। গ্লাভস নন-লেটেক্স হলে ভালো। উদ্বায়ী কেমিক্যাল ব্যবহার করতে বা পোষা পশুপাখির যত্ন নেওয়ার সময় গ্লাভসের সঙ্গে মাস্ক ও অ্যাপ্রন (বিশেষ ধরনের পোশাক) পরা ভালো। খালি হাতে রং বা ডাই ব্যবহার করবেন না।

কাজের সময় বারবার হাত ধোয়ার অভ্যাস থেকে দূরে থাকুন। কাজ শেষে একবারে হাত মুছে শুষ্ক করে ময়েশ্চারাইজিং ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগান। চাইলে গ্লাভসের নিচে বেরিয়ার ক্রিমও লাগাতে পারেন। রাতে শোয়ার সময় পুরু করে ক্রিম লাগিয়ে নিন।
এই বিভাগের আরও খবর
হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

কালের কণ্ঠ
খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

কালের কণ্ঠ
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

সমকাল
স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

জনকণ্ঠ
অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

বাংলা ট্রিবিউন
ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

প্রথমআলো
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়