সঙ্গে পুরুষ অভিভাবক না থাকার অভিযোগে আন্তর্জাতিক রুট সহ বেশ কিছু ফ্লাইটে অনেক নারীকে সফর করতে দেয়নি আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান সরকার। শনিবার আফগানিস্তানের দুটি বিমান সংস্থার কর্মকর্তারা এ অভিযোগ করেছেন। কয়েক ডজন নারী মেয়েদের স্কুলে পড়ার অধিকারের দাবিতে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন। ওই কর্মকর্তারা বলেছেন, কয়েক ডজন নারী শুক্রবার রাজধানী কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তাদের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে গন্তব্যে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের সঙ্গে কোনো পুরুষ অভিভাবক না থাকার কারণে কোনো ফ্লাইটে উঠতে দেয়নি তালেবানরা।
এর মধ্যে কিছু নারীর দ্বৈত নাগরিকত্ব আছে। কাম এয়ার এবং রাষ্ট্র মালিকানাধীন আরিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো যাওয়ার কথা ছিল ইসলামাবাদ, দুবাই ও তুরস্কে। অনলাইন ডন’কে একজন কর্মকর্তা বলেছেন, তালেবান নেতৃত্ব থেকে তাদের কাছে নির্দেশনা আসার জন্য আটকে দেয়া হয় এসব নারীর সফর।
তবে শনিবার নাগাদ কিছু নারীকে একাকী আরিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইটে পশ্চিমের হেরাত প্রদেশে সফর করতে দেয়া হয়েছে। এ নিয়ে বিমান সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শনিবার বৈঠক করেন বিমানবন্দরের প্রেসিডেন্ট এবং পুলিশ প্রধান। তারা দু’জনেই তালেবান আন্দোলনের শরিক এবং দু’জনেই ধর্মীয় নেতা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়