পটুয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।
এ ছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও তিন রাউন্ড টিয়ারসেল ছুঁড়তে বাধ্য হয়। এ ঘটনার পর থেকে শহরজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পটুয়াখালী শহরের বনানী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
বিএনপির দাবি, সংঘর্ষে তাদের ২৫০-৩০০ নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করেছে দলটি। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, এ সংঘর্ষে তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এ ঘটনার তীব্র নিন্দা জানান। এটি সরকারি দলের পরিকল্পিত হামলা বলেও দাবি করেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং নির্দলীয়-নিরপেক্ষ বলেন, তত্ত্বাবধায়ক বলেন, এমন একটা সরকার প্রতিষ্ঠিত করা উচিত, যে সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়