পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেয়ায় টোল আদায়ে ব্যাপক ভাটা পড়েছে। প্রথমদিনের তুলনায় গতকাল পৌনে এক কোটি টাকা কম টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১২ টায় এই তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এসময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়ে।আগের দিন রোববার ২৪ ঘণ্টায় ২ কোটি ৭৫ লাখ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। নিরবচ্ছিন্নভাবে যান চলাচল করছে। মোটর সাইকেল পারাপার বন্ধ রয়েছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্তে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা ও মাওয়া প্রান্তে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে জাজিরায় ৭ হাজার ৬৬৮টি ও মাওয়ায় ৭ হাজার ৬৬১টি যানবাহন পারাপার হয়।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার গাড়ি পার হয়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ টাকা। প্রথম দিনে মোটর বাইকেরও সেতুতে ওঠায় নিষেধাজ্ঞা ছিল না। ১০০ টাকা টোল দিয়ে বাইক চলাচল করছিল।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়