ইউরোপের প্রচলিত গন্তব্যের বাইরের দেশগুলোয় বাংলাদেশীদের রাজনৈতিক আবেদন বাড়ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পরিসংখ্যান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রজোটটির পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট। এতে দেখা যায়, প্রচলিত গন্তব্যের বাইরের দেশগুলোয় এখন বাংলাদেশীদের রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সাইপ্রাসের মতো দেশগুলোয় গত বছরও রাজনৈতিক আশ্রয় চেয়ে সবচেয়ে বেশিসংখ্যক আবেদন করেছেন বাংলাদেশীরাই।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে ১২ হাজার ৩০০ বাংলাদেশী। এর মধ্যে সাইপ্রাস, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশ তিনটির মধ্যে সাইপ্রাসে ১ হাজার ২১৫ জন, স্লোভাকিয়ায় ১৫ ও স্লোভেনিয়ায় ১৭৫ জন বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। অন্যদিকে প্রচলিত গন্তব্য হিসেবে বিবেচিত ফ্রান্সেও সবচেয়ে বেশিসংখ্যক রাজনৈতিক আশ্রয়ের আবেদন এসেছে বাংলাদেশীদের কাছ থেকে। গত বছর দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন ৫ হাজার ৮১০ জন বাংলাদেশী।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়