প্রাণবন্ত নেইমারের দিকে তাকিয়ে সবাই

ব্রাজিল যেন হাসিখুশি এক পরিবার। অনুশীলন পর্বটাও বেশ উপভোগ করতে জানে তিতের দল। কোনও ভারিক্কি আবহ নেই। সাজানো-গোছানো সংসার। সেই পরিবারের আজ থেকে মরুর বুকে বড় পরীক্ষায় নামতে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে পুনরুদ্ধারের মিশন যে শুরু হচ্ছে। সার্বিয়ার বিপক্ষে পরীক্ষা দেওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা জোরালো করে নিয়েছে ব্রাজিল। আর এই পরিবারের বড় তারকা নেইমার জুনিয়র। যার রয়েছে আগের দুই বিশ্বকাপ খেলার  অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ঝুলি উন্মুক্ত করে মরুর বুকে শুরু থেকে ঝলক দেখাবেন-সেই প্রত্যাশা সতীর্থ থেকে শুরু করে সমর্থকদেরও।

এবার সেলেসাওসারা খুব করে চাইছে কাতার বিশ্বকাপ ঘরে তুলতে। সেভাবেই প্রস্তুতি নিয়েই দোহাতে এসেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে বিশ্বে তিন তারকার নাম বেশি উচ্চারিত হয়ে আসছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপে মেসির শুরুটা মোটেও ভালো হয়নি। হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। নেইমারের দিনেই পরীক্ষা দিতে মাঠে নামছেন রোনালদোরাও।

তবে নেইমার ও তার সতীর্থদের মাঠে নেমেই পরীক্ষাতে সফল হতে হবে যে করে হোক না কেন। নেইমার তা ভালো করে জানেন। কিছু একটা যে করতে হবে। বিশ্বকাপ শুরুর আগে যে মগজে তা গেঁথেও নিয়েছেন। এই যেমন সাধারণ যে দলটা বিশ্বকাপ জেতে তাদের জার্সি ও শর্টসে সেই কয়টি তারকা আঁকা থাকে।

নেইমার কী করলেন? বিশ্বকাপ শুরুর আগে পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের শর্টসে ছয় তারকা দিয়ে কী ইঙ্গিত করলেন? এর মানে দাঁড়াচ্ছে মরুর বুকে ঝড় তুলতে প্রস্তুত পেলে-রোনালদো-কাফুদের উত্তরসূরিরা।

আর এজন্য নেইমারকে বড় দায়িত্ব নিয়ে খেলতে হবে। বলের জোগান যেমন দিতে হবে। ঠিক তেমনি গোল করতেও পারঙ্গম হতে হবে। আগের দুই বিশ্বকাপে নেইমার কিন্তু খারাপ করেননি। ২০১৪ সালে বিশ্বকাপে অভিষেক হয় তার। কোয়ার্টার ফাইনালে তার দল কলম্বিয়ার বিপক্ষে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ফরোয়ার্ডকে। জার্মানির বিপক্ষে মাঠেই নামা হয়নি তার। বেলো হরিজন্তের সেই ম্যাচে নিজ দলের ৭-১ গোলে হারের লজ্জা দেখতে হয়েছে।

আর ২০১৮ বিশ্বকাপে তো কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে। তারপরেও নেইমারের গোলসংখ্যা কিন্তু কম নয়,৬টি। প্রথমটিতে চারটি ও পরেরটিতে দুটি লক্ষ্যভেদ ছিল তার। এবার তো কাতার আসার আগে ভালো ফর্মে আছেন। পিএসজির হয়ে ১৫টি গোল করেছেন, ১২টি অ্যাসিস্ট।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া