
বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির কাছে ২৭ আগস্ট চিঠি পাঠিয়েছে বিসিবি। একাদশ আসরে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি আর ক্রিকেটারদের সম্মানী পরিশোধের জন্য ৮ কোটি টাকার ব্যাংক জামানত চাওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩ সেপ্টেম্বরের মধ্যে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও টুর্নামেন্টে থাকা নিশ্চিত। সে ক্ষেত্রে ব্যাংক জামানত একটু পরে দিলেও চলবে বলে জানা গেছে। বাস্তবতা হলো, এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে শঙ্কা দেখে দিয়েছে।
পুরোনো সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল রাজনৈতিক পট পরিবর্তনের পরই সপরিবারে বিদেশে চলে গেছেন। রাজস্বের ভাগ না দিলে বিপিএলে থাকবেন না বলে মিডিয়াকে জানিয়েছেন তিনি। বর্তমান বাস্তবতায় কুমিল্লাকে বাদ দিয়েই চিন্তা করতে হচ্ছে বিসিবিকে।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও আর্থিক সংকটে ভুগছেন। বরিশালের থাকা না-থাকা নির্ভর করছে কিছু স্পন্সরের ওপর। খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্টাইকার্স থেকেও আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলে খেলতে রাজি আছে। ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও দ্বিধাদ্বন্দ্বে আছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিতর্কিত কোনো কোম্পানিকে বিপিএলে আনা যাবে না। এবার খুব সতর্কতা অবলম্বন করা হবে। পাঁচ দল হলেও বিপিএল মাঠে গড়াবে। চারটি পাওয়া গেলে বোর্ড সিদ্ধান্ত নেবে। দেশের স্বার্থে বিপিএল আয়োজন করা জরুরি। বাংলাদেশ যে নিরাপদ এবং সবকিছু স্বাভাবিক, সে ব্যাপারে বিশ্বকে ভরসা দেবে বিপিএল।’
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় এ বছর ২৬ ডিসেম্বর থেকে বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। যাতে করে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে খেলা শেষ করা সম্ভব হয়। সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সাড়া পেলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট করতে পারবে বোর্ড। আগের সূচি অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট। ফ্র্যাঞ্চাইজিরা খেলতে রাজি হলেও বর্তমান বাস্তবতায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন কঠিন হতে পারে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়