বন্ধু তামিমের বিশ্বাস রাখলেন সাকিব, ভাঙলেন সমর্থকদের অভিমান

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়া বধের দিনে ম্যাচসেরা সাকিব আল হাসানের দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ হয়ে বন্ধু তামিম ইকবাল একটু সাহস করেই বলেছিলেন, ‘সাকিব যেদিন চায়, সেদিন সে অদম্য। সে যদি নিয়মিত এমন চায়, তাহলে এমন সব পারফর্ম করতে পারবে, যা বিশ্বে কেউ দেখেনি।’

এমন মন্তব্য শুনে হয়তো অনেকেই বলতে পারেন অতিরিক্ত কিংবা অতিরঞ্জিত। ফলে এর জবাবটাও সেদিন দিয়ে রেখে ছিলেন তামিম। বলেছিলেন 'জানি, অনেক বড় কথা বলছি। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি, সে মন থেকে চাইলে নিজেকে ও সাথে বাংলাদেশকেও আরো উপরে নিয়ে যেতে পারে। তার মতো আমি আর কাউকে দেখিনি।'

বিষয়টা নিয়ে সাকিবের কাছেও জানতে চাওয়া হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল- বন্ধু তামিম যে বললো, আপনি চাইলেই আরো অনেক কিছু করতে পারেন। তবে, করেন না কেন? সাকিব সেবার স্বভাবসিদ্ধ মুচকি হাসি হেসে উত্তর দিয়েছিলেন, বলেন, ‘প্রতিদিন কি অমন খেলা যায় নাকি? ভেতর থেকে কি প্রতিদিন আসে!’

সাকিব থেকে আজকের সাকিব, পেরিয়ে গেছে অর্ধ যুগ অর্থাৎ ছয়টা বছর। বদলে গেছে কত কিছু, হারিয়ে গেছে কত প্রিয়জন। তবে সেই সাকিব! তিনি এখনো আছেন, আগের মতোই আছেন। যদিও সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে বদলে নিয়েছেন, বদলাইনি তার অবস্থান। এখনো যেদিন মনেপ্রাণে চান, সেদিন কী করতে পারেন, সেই উদাহরণ দিতে গেলে গতকাল ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটাই আসবে সবার আগে।

বলতে পারেন সাকিব তো নিয়মিত ভালো খেলেন, এই আর তেমন কি? হ্যাঁ সাকিব বরাবরই ভালো খেলেন, তবে মাঝে মাঝে ছাড়িয়ে যান নিজেকেও। তবে নিজের জন্য তো কখনোই নয়, দলের জন্যও কখনো কখনো নয়। কখনো সাকিব খেলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। যেমনটা গতকাল খেললেন, গতকাল খেলেছেন অভিমানী দর্শকদের মাঠে ফেরাতে।

কেননা গতকাল দিনটা অন্য সব দিনের মতো ছিল না, ছিল না অন্য কোনো ‘সোমবারের’ মতোন। যেই বাঙালীরা ক্রিকেটে খায়, ক্রিকেটে ঘুমায়, ক্রিকেটেই করে জীবন পার; তারাই কিনা মুখ ফিরিয়ে নিয়েছিল সাকিব-তামিমদের থেকে! অবাক হলেও সত্য, গতকাল এমনটাই ঘটেছে। ঘটেছে চট্টগ্রামে।

ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ, যেই ম্যাচে কোনোরকমে ২০০ পার করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে গত শুক্রবারে ২০০ রানও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচটাও হেরে যায় টাইগাররা, এক ম্যাচ হাতে রেখে হেরে যায় সিরিজও। হারের থেকে বড় চিন্তার কারণ হারের ধরন, যেন অনেকটাই অসহায় আত্মসমর্পণ। দলের এমন বেহাল দশায় নাখোশ দর্শকরা; বড্ড অভিমানী হয়ে উঠেন তারা। সাকিব-তামিমদের থেকে মুখ ফিরিয়ে নেন তারা।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া