প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনে নিম্ন আয়ের খেটে-খাওয়া, কর্মহীন, শহরের ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছে। সংক্রমণ এড়াতে মানুষ ঘরে অবস্থান করছে। ঢাকা শহরে এমন অনেকেই আছেন যাদের জরুরী ওষুধ প্রয়োজন হয়। কিন্তু বাইরে বের হতে পারছেন না বা অর্থ সংকটে আছেন। তাদের জন্য ৩ সাহসী তরুণের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একটি ফোনেই বিনামূল্যে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে ওষুধ।
জানা যায়, অর্থ সংকটে ভোগা সেবা প্রত্যাশীদের বাসায় ওষুধ পৌঁছে দিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩ তরুণ গ্রহণ করেন এই মহতী উদ্যোগ। "হাসুক পৃথিবী বাঁচুক প্রাণ" এ স্লোগানে "দেশরত্ন মেডিসিন সার্ভিস" নামে তাদের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে তারা তিনজন (ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, তানভীর রহমান মাহিদ, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এবং ওয়াহিদ খান রাজ, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) নিজস্ব অর্থায়নে সেবাটি চালু করেন।
এখন পর্যন্ত নিজস্ব অর্থায়নেই সেবাটি চলমান বলে জানান তারা।
মহতী এই উদ্যোগের একজন ইফতেখার আহমেদ চৌধুরী সজীব বলেন, ইতোমধ্যে শতাধিক মানুষ আমাদের ওষুধ সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন। যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন এ সেবা চলবে। মানুষের জন্য, মানুষের কল্যানে আমাদের এ কর্মপ্রচেষ্টা চলমান থাকবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়