বিফলে নাসিরের আরেকটি অলরাউন্ড পারফরম্যান্স, হেরে তলানিতেই ঢাকা

রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন নাসির হোসেন। ব্যাটে-বলের ঝলকে প্রতি ম্যাচেই সেরাটা দিয়ে দলের জন্য চেষ্টা করছেন। কিন্তু তার দল ঢাকা ডমিনেটর্স তলানি থেকে ওপরে উঠতে পারছে না।

আরও একবার বিফলে গেল নাসিরের অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ২ উইকেট নেওয়ার পর রান তাড়ায় নেমে খেললেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। তবু ফরচুন বরিশালের কাছে তার দল হারলো ১২ রানে।

এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে ধরে ফেলেছে সাকিবের বরিশাল। সমান ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে ঢাকা ডমিনেটর্স।

লক্ষ্য ছিল ১৭৪ রানের। উসমান গনি উড়ন্ত সূচনা দিয়েছিলেন ঢাকাকে। ১৯ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। তবে সৌম্য সরকার আরও একবার ব্যর্থ। ১৫ বল খেলে করেন ১৬ রান। এরপর মোহাম্মদ ইমরান ফেরেন ৩ রানে। ৫৯ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে নাসিরের লড়াই। ৮৯ রানের জুটি গড়েন তারা। ৭ উইকেট হাতে নিয়ে শেষ তিন ওভারে ৩৮ রান দরকার ছিল ঢাকার। মিঠুন ৩৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৭ রান করে যখন ফেরেন, তখন ৯ বলে ২৬ লাগতো।

কিন্তু মিঠুনকে আউট করা মোহাম্মদ ওয়াসিম ১৯তম ওভারটিতে দেন মাত্র ৭ রান। এতেই ঢাকার জয়ের আশা ফিকে হয়ে যায়। শেষ ওভারে দরকার ছিল ২৫, ঢাকা নিতে পারে ১১ রান। নাসির ৩৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।

এ নিয়ে এবারের বিপিএলে নাসিরের ইনিংসগুলো দাঁড়ালো এমন-৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬*, ৫৪*। এই ছয় ম্যাচে উইকেটও নিয়েছেন ৭টি। অলরাউন্ড পারফরম্যান্স যাকে বলে!

এর আগে ৬৩ রানে শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে, ৮৯ রানে উইকেট পড়লো ৫টি। বেশ বিপদে পড়েছিল ফরচুন বরিশাল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি। এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে বরিশাল। টপঅর্ডারের চার ব্যাটার সাইফ হাসান (৬ বলে ১০), এনামুল হক বিজয় (৮ বলে ৬), মেহেদি হাসান মিরাজ (১৪ বলে ১৭) আর চতুরঙ্গ ডি সিলভা (১০ বলে ১০) ব্যর্থতার পরিচয় দেন।

সাকিব আল হাসান ঝড় তুলতে চেয়েছিলেন। কিন্তু ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩০ রানেই থামতে হয় তাকে। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ আর ইফতিখার।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া