বুলবুল-আশরাফুল-রাজুর পর টেস্ট অভিষেকে সেঞ্চুরি জাকিরের

টেস্ট ক্রিকেটে এতকাল ১০৯ জন ব্যাটারের অভিষেকেই সেঞ্চুরির দুর্দান্ত কৃতিত্ব ছিল। সেই দীর্ঘ তালিকায় নাম আছে তিন বাংলাদেশি- আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল আর আবুল হাসান রাজুর। এবার নতুন আরও একটি নাম যুক্ত হলো।

টেস্ট ক্রিকেটে সুদীর্ঘ ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি করার দুর্লভ কৃতিত্বের মালিক হলেন বাংলাদেশের জাকির হাসান। আজ ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতক উপহার দিয়েছেন সিলেটের ২৪ বয়সী বাঁহাতি উইলোবাজ।

৪ বছর আগে (২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি) শেরে বাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বছর বয়সে অভিষেক হয় এ উইকেটকিপার কাম টপঅর্ডার ব্যাটারের। তবে সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে।

তারপর ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও কোন ফরম্যাটে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। হয়তো এবারও হতো না। এক নম্বর ওপেনার তামিম ইকবাল চোটে পড়ায়ই কপাল খুলে জাকিরের। সেই সুযোগটা লুফে নিলেন দুই হাতে।

জাকির অবশ্য যোগ্যতার প্রমাণ দিয়েই ঢুকেছেন টেস্ট দলে। চট্টগ্রাম টেস্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে (২৯ নভেম্বর) কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই বাঁহাতি। যে ইনিংস বাংলাদেশ ‘এ’ দলকে বাঁচায় নিশ্চিত পরাজয় থেকে।

চলতি টেস্টে নিজের প্রথম ইনিংসেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল জাকিরকে। সতর্ক ও সাবধানি শুরু করা জাকির ব্যক্তিগত ২০ রানের মাথায় ভুল করে বসেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করে ফেরেন ক্যাচ হয়ে।

তবে দ্বিতীয়বার এই ভুল করেননি। সামনে ৫১৩ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য। ম্যাচ বাঁচাতে উইকেটে কাটাতে হবে পুরো ২ দিন। এমন কঠিন চ্যালেঞ্জের মুখে ওপেনিং পার্টনার নাজমুল হোসেন শান্তকে (৬৭) নিয়ে জাকির গড়েন ১২৪ রানের জুটি।

শান্ত আউট হওয়ার পর ইয়াসির আলী (৫) আর লিটন দাস (১৯) সঙ্গ দিতে পারেননি। তবে দমে যাননি জাকির। ধৈর্য, সংযম দেখিয়ে বলের মেধা ও গুণ বিচার করে খেলার পাশাপাশি আলগা ডেলিভারিগুলো থেকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে গেছেন তিন অংকের ম্যাজিক ফিগারে।

অভিষেক টেস্টে এমন লড়াকু ইনিংস, জাকিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। জাতীয় দলেও জায়গাটা পাকা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন, বলাই যায়।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া