ভ্যাকসিন কূটনীতির উল্টোরথে বিপাকে ভারত

এ মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশে করোনার টিকা রফতানি স্থগিত রেখেছে ভারত। গত ২৪ মার্চ এ নিয়ে প্রথম আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায় দেশটি। এ সিদ্ধান্তের কারণে পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট থেকে অন্যান্য দেশে কভিডের টিকা সরবরাহ বন্ধ রয়েছে। বিশ্বের শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এরই মধ্যে বৈশ্বিক স্বাস্থ্য খাতে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আশঙ্কা তৈরি হয়েছে ভারতের স্থানীয় পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখা নিয়েও। এর পেছনে মূলত  কাঁচামাল সংকটকেই দায়ী করছে সেরাম।

সেরাম উৎপাদিত করোনার টিকার কাঁচামালের বড় উৎস যুক্তরাষ্ট্র। মার্চের প্রথম সপ্তাহ থেকেই এসব কাঁচামাল রফতানি বন্ধ রেখেছে ওয়াশিংটন। এজন্য প্রয়োগ ঘটানো হয়েছে যুদ্ধকালীন বিশেষ এক আইনের। এ নিয়ে বর্তমানে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ভারত। যদিও এ বিষয়ে বাইডেন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না।

ভারতে বর্তমানে কভিড-১৯-এর প্রাদুর্ভাব অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বে করোনা সংক্রমণের গতি এখন ভারতেই সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় দেশটিতে টিকার সরবরাহ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু তাতে বাদ সাধছে কাঁচামালের সংকট। সেরাম বলছে, মূলত এ সংকটের কারণেই অন্যান্য দেশে প্রতিশ্রুতিমাফিক টিকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভারতের স্থানীয় পর্যায়ে সরবরাহের মতো পর্যাপ্ত উৎপাদন অব্যাহত রাখা নিয়েও বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।

অথচ কিছুদিন আগেও সেরামের টিকা হয়ে উঠেছিল ভারতের আঞ্চলিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ার। পর্যবেক্ষকরাও বলছেন, আঞ্চলিক ভূরাজনীতিতে চীনকে পেছনে ফেলতে গিয়ে ভ্যাকসিন কূটনীতির যথেচ্ছ প্রয়োগ করেছে ভারত। অন্যদিকে ভারত থেকে টিকা ক্রয়ের জন্য বাংলাদেশসহ কয়েকটি দেশ আগাম অর্থও পরিশোধ করে রেখেছিল। কিন্তু এসব দেশকে এখন আর প্রতিশ্রুত টিকা সরবরাহ করতে পারছে না সেরাম ইনস্টিটিউট।

এর আগে ফেব্রুয়ারি থেকেই কোনো কোনো দেশে আগাম বিক্রীত বা প্রতিশ্রুত টিকার সরবরাহ কমিয়ে এনেছিল ভারত। আগামী জুনের আগে এ রফতানি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সমালোচকরা বলছেন, রফতানি নিষেধাজ্ঞা আরোপের পরও বিভিন্ন দেশে টিকা সরবরাহ করেছে ভারত। তবে তা প্রতিশ্রুতি বা বাণিজ্যিক ভিত্তিতে নয়, ‘কূটনৈতিক উপহার’ হিসেবে।

বর্তমানে এ টিকার কারণেই বড় আরেক কূটনৈতিক পরীক্ষায় পড়ে গিয়েছে ভারত। কাঁচামাল সরবরাহ চালুর বিষয়ে ওয়াশিংটনকে রাজি করাতে পারছে না নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বলছেন, ভারতের নিজের প্রয়োজনেই অন্যান্য দেশকেও প্রতিশ্রুতিমাফিক টিকা সরবরাহ অব্যাহত রাখা জরুরি।

গত সপ্তাহেই অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএমএ) এক অনলাইন সম্মেলনে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি অন্য দেশগুলোর সঙ্গে বিশেষত বড় কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের বলছি, দয়া করে আপনারা ভারতে টিকা উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহ অব্যাহত রাখুন। এর কারণ হলো এর সঙ্গে বৈশ্বিক সরবরাহ চেইনের বিষয়টি জড়িত। শুধু নির্দিষ্ট এক ভৌগোলিক সীমানায় উৎপাদন হয়, এমন জিনিস খুব কমই রয়েছে। খুব কম সমাজই দাবি করতে পারে—‘আমরা স্বয়ংসম্পূর্ণ। অন্য কারো প্রতি নির্ভরতার প্রয়োজন আমাদের নেই।’
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়