ওসাসুনার বিরুদ্ধে গত রবিবার গোল করে প্রয়াত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনারকে অভিনব শ্রদ্ধা জানিয়েছিলেন লিওনেল মেসি। দুই আর্জেন্টিনীয় মহাতারকাই তাঁদের দেশের ক্লাব নিউওয়েলস ওলেড বয়েজ দলের হয়ে খেলেছেন। সেই ক্লাবেরই ১০ নম্বর জার্সি পরে আকাশের দিকে দু’হাত তুলে মেসি সম্মান জানিয়েছিলেন ম্যারাডোনারকে।
কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠের মধ্যে বার্সেলোনার টিম জার্সি খুলে ফেলার কারণে রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হয়। প্রশ্ন উঠেছে, প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কেন হলুদ কার্ড দেখতে হবে মেসিকে? লা লিগা কমিটির কাছে হলুদ কার্ড প্রত্যাহার করার আবেদনও জানাবে বার্সেলোনা।
এ ক্ষেত্রে বার্সেলোনা কর্তারা অতীতে মাঠে রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের উদাহরণ তুলে ধরতে পারেন। ২০০৭ সালে সেভিয়ার ফুটবলার আন্তোনিয়ো পুয়ের্তার স্মরণে নিজের জার্সি খুলে সেভিয়ার জার্সি পরেছিলেন রামোস। তাঁকেও সেই সময়ে হলুদ কার্ড দেখানো হয়। পরে রিয়াল মাদ্রিদের অনুরোধে হলুদ কার্ড প্রত্যাহার করে নেয় লা লিগা কমিটি। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ম্যাচ রয়েছে বার্সেলোনার। সম্ভবত ফের মেসিকে বিশ্রাম দেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়