গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করেন ১৬ জন। যাদের কেউ কেউ অর্নাস ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম। বিভাগে শীর্ষস্থান দখল করলেও নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল শূন্য।
প্রার্থীদের এমন অবস্থা দেখে হতবাক নিয়োগ বোর্ডের সদস্যরা। কাউকেই সুপারিশ করতে পারেনি বোর্ড।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বিভাগগুলো তাদের স্ব-স্ব বিভাগের পড়াশোনা করায় না। এতে ওই ভাষায় আমাদের কোনো দক্ষ জনবল, কোনো পণ্ডিত, কোনো কবি বা সাহিত্যিক বা অনুবাদক গড়ে উঠে না। তার প্রমাণ হলো কয়েক দিন আগে সংস্কৃত বিভাগে লেকচারার নিয়ে গিয়ে কয়েকজন ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে এর মধ্যে প্রত্যকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারা তাদের নিজেদের ভাষায় একটা বাক্য অনুবাদ করতে পারে না। তাই আমরা কাউকে নিয়োগ দিতে পারিনি। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখের বিষয় ও আমাদের জন্য লজ্জার বিষয়।
এ অবস্থার জন্য সেকেলে শিক্ষাক্রম আর শিক্ষকদের দক্ষতার অভাবকেই দায়ী করছেন শিক্ষা গবেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধাপক ড. আব্দুস সালাম বলেন, শিক্ষকের দুর্বলতা রয়েছে যেমন তেমন শিক্ষার্থীদেরও দুর্বলতা থাকবে। শিক্ষক-শিক্ষার্থী যেটি নিয়ে কাজ করে সেটি হলো শিক্ষাক্রম। এর মধ্যেও দুর্বলতা থাকলে কোনোভাবে সেখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সদস্য বলছেন, শুধু সংস্কৃত বিভাগ নয়, ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ ভাষায় কেন ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারছে না, তার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমাদের গত সিন্ডিকেটে সংস্কৃত বিভাগের একটি নিয়োগে বলা হয়েছে সেখানে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ১৬ জনের মধ্যে উপস্থিত ১৪ জনের ভাইভা নেওয়া হলেও সেখান থেকে কাউকে পাওয়া গেল না। এটা সিন্ডিকেটে উঠলে আলোচনা হলে বোর্ডের সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, সংস্কৃত বিভাগের এই যে ভাইভায় যারা অংশগ্রহণ করেছে তাদের ১৪ জনের কেউই সংস্কৃত ভাষায় কথা বলতে পারছে না, অনুবাদ করতে পারছে না এ কারণে কাউকে শিক্ষক হিসেবে নেওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়