বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন ব্রাজিলের তরুণ তারকা রোদ্রিগো। তাঁর শট রুখে দিয়েছিলেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক লিভাকোভিচ। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের হয়ে চেনা রূপে ফিরলেন রোদ্রিগো। তাঁর গোলেই সিপি কাসেরেনোকে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলেতে ওঠে গেছে রিয়াল।
মঙ্গলবার রাতে প্রিন্সিপাল ফিলিপে স্টেডিয়ামে কোপা দেল রে’র শেষ বত্রিশের ম্যাচে কাসেরেনোকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৯তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন রোদ্রিগো। নিজেদের মাঠে অবশ্য শুরু থেকেই দারুণ লড়াই করে কাসেরেনো। ৩২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে নিয়ে দারুণ শট নেন মানসন। সেটি অবশ্য অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক।
৪০তম মিনিটে আসেনসিও বক্সে বল বাড়ান রোদ্রিগোর উদ্দেশে। কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগ দেয় রিয়াল। ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। বাঁ দিক থেকে কাসেরেনো ডিফেন্ডারকে বোকা বানিয়ে রোদ্রিগোকে বল বাড়ান সেবায়োস। বল পেয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়