রিয়াল মাদ্রিদে ফিরছে ‘বিবিসি’ জুটি, জল্পনা তুঙ্গে

বেল-বেনজেমা-ক্রিশ্চিয়ানো। সাড়াজাগানো এই ত্রয়ীকে ফের রিয়ালের জার্সি গায়ে দেখা যেতে পারে আসন্ন মৌসুমে। লস ব্ল্যাঙ্কোস জার্সি গায়ে ‘বিবিসি’র পুনর্মিলন নিয়ে জল্পনা তুঙ্গে ফুটবল মহলে। ২০১৩ প্রথমবার লস-ব্ল্যাঙ্কোস জার্সি গায়ে স্যান্তিয়াগো বার্নাব্যুতে একত্রিত হয়েছিলেন বেল,বেনজেমা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। 

উল্লেখ্য, ওই বছরেই টটেনহ্যাম থেকে রেকর্ড ট্রান্সফার-ফি দিয়ে ওয়েলস তারকা গ্যারেথ বেলকে দলে নিয়েছিল রিয়াল। কার্লো আন্সেলোত্তির একাদশে আপফ্রন্টে ফুল ফুটিয়েছিলেন এই ত্রয়ী।

সমর্থকেরা এই তিন তারকার নামের আদ্যক্ষর জুড়ে তাদের আদর করে ডাকতেন ‘বিবিসি’। ২০১৮ ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি দেওয়ায় ভেঙে যায় সেই জুটি। তার আগে একজোটে ক্লাবের হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এই ত্রয়ী। এরপর চলতি মৌসুমের শুরুতে মাদ্রিদ ছেড়ে পুরনো ক্লাব টটেনহ্যামে লোনে ফিরে যান বেল। আপাতত জিদানের দলের আপফ্রন্টে বিখ্যাত ত্রয়ীর মধ্যে কেবল টিকে রয়েছেন বেনজেমা। একাই নিচ্ছেন ওয়ার্কলোড। কিন্তু রিয়ালের জার্সিতে হঠাতই পুরনো জুটিকে দেখার সম্ভাবনা উঁকি দিচ্ছে ফের।

জুভেন্টাস জার্সিতে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন মৌসুম ব্যর্থ হওয়ায় ফের তার স্পেনে ফিরে আসা নিয়ে জল্পনা দানা বেঁধেছে। ঘরোয়া লিগেও খেতাব হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল জুভেন্টাসের। যদিও রোনালদো আছেন রোনালদোতেই। ব্যক্তিগত স্তরে রেকর্ড গড়েই চলেছেন পর্তুগিজ মায়েস্ত্রো।

তবে ফের চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেতে পুরনো ক্লাবের সঙ্গে নাকি ফের অন্তরঙ্গতা বেড়েছে পর্তুগিজ মহাতারকার। একদিনে জুভেন্টাস যখন আগামী মৌসুমের জন্য স্কোয়াড রি-বিল্ড করতে চাইছে, অন্যদিকে তখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পুনরায় তার দলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ প্রাথমিকভাবে আগামী মৌসুমে হ্যাজার্ড, এমবাপে এবং হ্যালান্ডকে দলে চেয়েছিলেন একসঙ্গে। কিন্তু আর্থিক কারণে সেই সম্ভাবনায় সিলমোহর পড়া কঠিন আঁচ করেই ফের বিবিসি’র পুনর্মিলনে উৎসাহী হয়েছেন তিনি। এমন সময় জিদানের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক খুব একটা সুখকর না হলেও চুক্তির শেষ বছরটা রিয়ালের জার্সিতেই খেলতে চাইছেন বেল।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া