আইন অনুযায়ী অনুমোদন পাওয়ার সাত বছরের মধ্যে নিজস্ব জমিতে গড়ে তোলা স্থায়ী ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালাতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে। কিন্তু এ নির্দেশনা অমান্য করে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও ভাড়া ভবনে বছরের পর বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করতে যেন না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন মুক্তি স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাসরীন মুক্তি বণিক বার্তাকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ার সাময়িক অনুমতিপত্রে বেশকিছু শর্ত দেয়া হয়। এর মধ্যে অন্যতম হলো সাময়িক অনুমতির সময়ে মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলে সেখানে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা। যদিও বেশকিছু বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে গেলেও এখনো কয়েকটি অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর এ বিষয়ে পদক্ষেপ নিতে ইউজিসিকে চিঠি দেয়া হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস থাকার পরও অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনাকারী বিশ্ববিদ্যালয়গুলোর একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আশুলিয়ায় প্রায় ৬০ একর জায়গা নিয়ে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়টি। সেখানে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও এখনো শহরের অস্থায়ী ক্যাম্পাসগুলো বন্ধ করছে না ড্যাফোডিল।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়