Bizbangladesh.com - ব্যবসায় সম্ভবনার নতুন দুয়ার

বিশ্বায়নের যুগে বাড়ছে ব্যবসার পরিধি, যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যেগ। আগে কাগজ কলমের যুগে ব্যবসা হত তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে, কাগজে চুক্তিপত্র করে। এই জায়গাটা  কিছুটা সময় নিয়ে ধিরে ধিরে দখল করে নিয়েছে অনলাইন বিজনেস মিডিয়া। এখন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অনলাইনকে কেন্দ্র করে ব্যবসায়ের প্রচার ও প্রসার ঘটাতে আগ্রহী।

এই সময়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগাযোগ সহজলভ্য করার নতুন মাধ্যম হল B2B বা বিজনেস টু বিজনেস মার্কেটপ্লেস। B2B মার্কেটপ্লেস হল একটি মাধ্যম যার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কোন তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে ব্যবসা চালিয়ে যেতে পারেন। B2B মার্কেটপ্লেস এর দুনিয়াতে একটি বড় সংযোজন হল Bizbangladesh.com. 

B2B মার্কেটপ্লেস বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য কিছুটা নতুন Concept হলেও বর্হিবিশ্বে খুব প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি বাণিজ্যিক প্লাটফর্ম। ক্রেতা, বিক্রেতা বা সাপ্লাইয়াররা মূলত এখানে অনলাইনে কিছু তথ্য দিয়ে একটি বাণিজ্যিক একাউন্ট তৈরি করেন। পরবর্তিতে তার বিজনেস একাউন্ট থেকে তিনি যে পণ্যটি ক্রয় বা বিক্রয় করতে চান তার বিস্তারিত বর্ননা দেন। পণ্যের পরিমাণ কেমন, কোন দামে ক্রয় বা বিক্রয় করতে চান , কোম্পানির অবস্থান কোথায়, যোগাযোগের ঠিকানা ইত্যাদি বিস্তারিত বলে দেয়া হয়। এর ফলে আগ্রহী ক্রেতা বা বিক্রেতাগণ এই সাইট ভিজিট করে সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজেরা ব্যবসা করার সুযোগ পান। B2B বা বিজনেস টু বিজনেস মূলত ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর সম্পর্ক, ব্যবসায়ীর সাথে সরাসরি ভোক্তার নয়। পাইকারী ব্যবসায়ীর সরাসরি যোগাযোগের মাধ্যম হল B2B  মার্কেটপ্লেস। Bizbangladesh.com মূলত এমনই একটি B2B মার্কেটপ্লেস। অনলাইন ভিক্তিক এই মার্কেটপ্লেসটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে, বাংলাদেশের একজন উদ্যোক্তা Mr. Rahman Rob এর হাত দিয়ে। প্রায় ১৩ বছর ধরে এই প্লাটফর্মটি ব্যবহার করে ব্যবসায়ীরা দেশে এবং বিদেশে বসে তাদের পণ্য প্রচার প্রসারের সুযোগ পাচ্ছেন। পুরাতন ব্যবসায়ীর পাশাপাশি নতুন ব্যবসায়ীরা তাদের পণ্যের মার্কেটে পরিচিতি করানো, প্রচার, প্রসার এবং পরবর্তিতে Branding এর ক্ষেত্র তৈরিতে এই প্লাটফর্মকে ব্যবহার করতে পারেন।  

ব্যাপক ব্যাবসায়ীক সম্ভবনার দেশ বাংলাদেশ দিন দিন নতুন ব্যবসায়ীক সম্ভবনা যুক্ত হচ্ছে। এ মূহুর্তে বাংলাদেশে ২ লাখের অধিক মাঝারি এবং ছোট উদ্যোক্তা রয়েছেন যাদের বার্ষিক টার্নওভার প্রায় ৫০ বিলিয়ন ডলার। এই ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীরা দেশের অর্থনৈতিক প্রবিদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রচন্ড সম্ভবনার খাতে তরুন উদ্যোক্তারা প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা হলো, আমদানী বা রপ্তানীকারকের সাথে যোগাযোগ করা এবং প্রতিযোগীতায় এগিয়ে আসা। প্রায়ই দেখা যায়, মানসম্পন্ন পণ্য তৈরি করার পরেও দেশের বাইরে ক্রেতাদের সাথে যোগাযোগ করা সহজ হচ্ছে না। আবার অনেকক্ষেত্রেই দেখা যায় তৃতীয় পক্ষের সহায়তায় ব্যবসা পরিচালনা করতে হয় এবং সমস্ত লেনদের তার উপর নির্ভরশীল থাকে। এতে ব্যবসায়ীক খরচ বেড়ে যায় অনেকাংশে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, মার্কেট বিশ্লেষণটাও ভাল হয় না। একই ধরনের এবং মানের পণ্য অন্য কোম্পানীরটা ভাল চললেও নিজেরটা ভাল চলছে না অথবা প্রতিযোগীতায় পিছিয়ে আছে। ফলাফল স্বরূপ, ব্যবসা দাঁড়ানোর আগেই ভেঙ্গে পড়ার সম্ভবনা তৈরি হয়। এছাড়া ব্যবসায়ীরা আরেকটি দিক দিয়ে পিছিয়ে আছেন, তা হল পণ্য প্রচার ও প্রসার। ডিজিটালাইনেশনের এই যুগে অনকেই সঠিকভাবে সব মিডিয়াতে পণ্য প্রচার এবং প্রসার করতে সক্ষম নন। বেশির ভাগ ক্ষত্রেই পণ্য ক্রেতার নজরে আসে না। ফলস্বরূপ, সঠিক সুযোগের অভাবে ব্যবসায় পিছিয়ে পরতে হয়। অর্থাৎ, সব মিলিয়ে ব্যবসায়ীরা ভাল মানের পণ্য তৈরি করার পরেও ক্রেতা/বিক্রেতার সাথে সংযোগ স্থাপন এবং প্রচার প্রসারের অভাবে অন্যান্য দেশের ব্যবসায়ীদের তুলনায় অনেক পিছিয়ে আছেন। 

Bizbangladesh.com জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা প্রচার এবং প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিক্রেতারা একদিকে তাদের পণ্যের ক্রেতা খুঁজতে পারেন, তেমনই বিক্রেতারা যদি কোন পণ্য কনতে চান তাহলে সেটিও তুলে ধরতে পারেন। এতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে প্রচার, প্রসার করা হয়। অনলাইন ভিক্তিক সংযোগ স্থাপন, বিদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্লাটফর্মটি। 

Bizbangladesh.com একই সাথে একটি Business Directory যেখানে বাংলাদেশের ব্যবসা সংক্রান্ত সকল ধরনের তথ্য আছে। একটি সম্পূর্ন ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে একই প্লাটফর্মে ক্রেতা, বিক্রেতা, আমদানী ও রপ্তানীকারকের সাথে সরাসরি পরিচয় হচ্ছে। একই সাথে ব্যবসায়ীদের জন্য খুব সহজে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে দেয়া হচ্ছে। গত ১৩ বছর সাফল্যের সাথে কাজ করে এই মূহুর্তে Bizbangladesh এ ১১৪ টি দেশের কোম্পানী নিবন্ধন করেছে এবং তাদের প্রচার, প্রসারে এই বানিজ্যক প্লাটফর্মটি ব্যবহার করছে। 

Bizbangladesh.com এর মধ্যে প্রায় ২৬ টি ভাগে বিভিন্ন পণ্য বর্তমানে নিবন্ধন করা আছে, যার মধ্যে কৃষি, শিল্প, টেক্সটাইল, Device, যন্ত্রপাতি, খাদ্য ও পানীয়, রাসায়নিক, পদার্থ, আইটি অন্যতম। একটি সম্পূর্ন ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে দেশে এবং বিদেশের ব্যবসায়ীদের একই মাধ্যমে পাবার সুযোগ করে দিচ্ছে। এই ওয়েবসাইট টি ডেক্সটপ, ল্যাপটপ, আন্ডয়েট এবং আইওএস সহ সকল মাধ্যমেই সহজলভ্য। সপ্তাতে ৭ দিন ২৪ ঘণ্টা করে তাদের এই সেবা পাওয়া যাবে। 

তবে আর দেরি কেন? এই সুযোগ কাজে লাগাতে চাইলে মাত্র ২ মিনিট সময় বের করে সম্পূর্ন ফ্রি রেজিস্ট্রেশন করে নিন Bizbangladesh.com এ। প্রবেশ করুন B2B মার্কেটপ্লেসে এবং ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।  

এই বিভাগের আরও খবর
ঈদের আগে দুই দফা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

ঈদের আগে দুই দফা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

জনকণ্ঠ
৫০%-এর বেশি আমদানি হচ্ছে আফ্রিকা থেকে

৫০%-এর বেশি আমদানি হচ্ছে আফ্রিকা থেকে

বণিক বার্তা
পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

বাংলা ট্রিবিউন
এক্সিমের সঙ্গে একীভূত হলো পদ্মা ব্যাংক

এক্সিমের সঙ্গে একীভূত হলো পদ্মা ব্যাংক

যুগান্তর
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসে কর অর্ধেক

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসে কর অর্ধেক

প্রথমআলো
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান - ইউরোপ আমেরিকা এশিয়ার ৫৫ কোম্পানিকে আমন্ত্রণ পেট্রোবাংলার

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান - ইউরোপ আমেরিকা এশিয়ার ৫৫ কোম্পানিকে আমন্ত্রণ পেট্রোবাংলার

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়