দুই ম্যাচে ১০ গোল দিয়ে পিএসজির রেকর্ড

নতুন মৌসুমে ছুটছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে ক্লেরমঁ ফুটকে ৫-০ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়ের দল। শনিবার রাতে পার্কে দেস প্রিন্সেসে মঁপেলিয়েকে ৫-২ গোলে হারায় পিএসজি। লিগে টানা দুই ম্যাচে ১০ গোল দিয়ে লা প্যারিসিয়ানরা গড়লো  এক অনন্য রেকর্ড। ৬১ বছর পর ফরাসি লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে ৫টির বেশি গোল করার কীর্তি দেখালো পিএসজি। ১৯৬১-৬২ মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে পাঁচটির বেশি গোল করেছিল রিম। এছাড়া মঁপেলিয়ের বিপক্ষে শেষ ১০ ম্যাচের প্রত্যেকটিতে ২টির বেশি গোল করেছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠে স্পষ্ট দাপট ছিল পিএসজির। ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২০টি শট নেয় পিএসজি। যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অপরদিকে ৪১ শতাংশ বল দখলে রাখা মঁপেলিয়ে ৭টি শটের ৪টি লক্ষ্যে রাখে।

২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এরপর ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় পিএসজি। প্রথমার্ধের শেষে আবার পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার আর সাহস করেননি এমবাপ্পে। সফল স্পটকিকে ব্যবধান বাড়ান নেইমার। বিরতির পর স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। ৫৮তম মিনিটে মঁপেলিয়ের ওহাবি খাজরি জালের দেখা পান।  ১১ মিনিট পর অবশ্য আবার ব্যবধান বাড়ায় পিএসজি। এবার লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। শেষ বাঁশি বাজার ৩ মিনিট বাকি থাকতে ব্যবধান ৫-১ করেন রেনাতো সানচেজ। ইনজুরি টাইমে মঁপেলিয়ের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এনজো জিয়ান্নি  টিচাটো।

ঘরের মাঠ পার্কে দেস প্রিন্সেসে এটি ছিল নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচ। ভক্ত-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় দলের দারুণ জয়ে খুশি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ম্যাচশেষে তিনি বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।
এই বিভাগের আরও খবর
এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

নয়া দিগন্ত
বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

যুগান্তর
এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

কালের কণ্ঠ
মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

কালের কণ্ঠ
জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

বণিক বার্তা
লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়