ভাষা আন্দোলন স্বাধীনতার পথ সুগম করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছে।

"বাঙালিদের ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকল অর্জন এই আন্দোলনের মাধ্যমে এসেছে," প্রাপকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে সম্মানিত একুশে পদক প্রদান করার সময় তিনি বলেন।

ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী কার্যত তার সরকারি বাসভবন গনো ভবন থেকে এতে যোগ দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপকদের হাতে একুশে পদক তুলে দেন।

ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি উল্লেখ করেছিলেন যে বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ গঠন করেছিলেন এবং ভাষা আন্দোলনের পক্ষে তাঁর প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বঙ্গবন্ধুর (বঙ্গবন্ধুর) প্রস্তাব মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে 'সর্বদলীয় রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। তিনি উল্লেখ করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাঙালিরা স্বাধীনতা লাভ করে। 

১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভাষা আন্দোলন শুধুমাত্র মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বাঙালিদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার অর্জনের আন্দোলন।

তিনি রফিক, সালাম, জব্বার, বরকত এবং শফিক সহ মাটির মহান পুত্রদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন যে তারা মাতৃভাষার অধিকার রক্ত ​​দিয়ে লিখেছেন। "যদি কেউ ভাষা আন্দোলনের বিবরণ সম্পর্কে জানতে আগ্রহী হন, আমি তাদের ১৯৪৪ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর উপর পাকিস্তান গোয়েন্দা শাখার রিপোর্ট পড়ার অনুরোধ করব। আমরা সেগুলি নিয়ে বই প্রকাশ করছি। ইতিমধ্যে সাতটি খণ্ড প্রকাশিত হয়েছে যখন বাকীগুলি প্রকাশনা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী তার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ মর্যাদার সাথে অগ্রসর হবে, এবং অন্যদের উপর নির্ভর করবে না।

করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনা দেশের জনগণকে নতুন করে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও মুখোশ পরার জন্য।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পুরস্কার প্রাপকদের উদ্ধৃতি পাঠ করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। 

এই বিভাগের আরও খবর
এবার ঈদে ১ কোটি ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়বে

এবার ঈদে ১ কোটি ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়বে

ভোরের কাগজ
স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নয়া দিগন্ত
বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

যুগান্তর
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

নয়া দিগন্ত
চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

প্রথমআলো
নাবিকদের উদ্ধারের চেষ্টায় সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়

নাবিকদের উদ্ধারের চেষ্টায় সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়