রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কমিটি তিনটি গঠন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় তিনি বলেন, এ ঘটনায় যদি মালিকপক্ষ কিংবা কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। কারণ এসব প্রতিষ্ঠান শ্রমিকবান্ধব কিনা তা দেখার দায়িত্ব অধিদপ্তরটির। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারিকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানসহ স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের এ কমিটিতে রাখা হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন ও এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করবে কমিটি। জেলা প্রশাসন গঠিত এ কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন।
পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দ্রুততম সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত চালিয়ে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভুলতা ইউনিয়নের কর্নগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজের জুস তৈরির কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা, আদমজী, ঢাকা ও নারায়ণগঞ্জ স্টেশনের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়