News

সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি

January 06, 2019

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের নবনির্বাচিত সাংসদ এস এম জগলুল হায়দারকে প্রতিমন্ত্রী করার দাবি উঠেছে। গতকাল শনিবার সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলাবাসীর পক্ষে অধ্যক্ষ আশেক-ই-এলাহি। আইলা ও সিডরে বিধ্বস্ত উপকূলীয় মানুষের ভাগ্যের উন্নয়নে জগলুল হায়দারকে মন্ত্রী করার জোর দাবি জানিয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদের অপার সম্ভাবনাময় শ্যামনগর উপজেলা থেকে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সাদা সোনাখ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে। বিশ্বের ম্যানগ্রোভ বন সুন্দরবন, আকাশলীনা ও গোপালপুর পিকনিক কর্নার, হরিচরণ জমিদারবাড়ি, বংশীপুর শাহি মসজিদ, বংশীপুর হাম্মাম খানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান এ উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটনক্ষেত্রে রাজস্ব আদায়ে রয়েছে অসীম সম্ভাবনা।