বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়কের নুরু ও মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতাদের কী আলোচনা হয়েছে সেটা জানা দরকার বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর মিন্টোরোডে ডিবির ব্রিফিং হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার রাতে হেফাজতে নেয়ার কথা জানায় ডিবি। কেন তাদের হেফাজতে নেয়া হলো, এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার— এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি। আপনারা জানেন তারা ফেসবুকসহ বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তাহীনতার কথা বলেছে। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন। আমরা মনে করি, আইনশৃঙ্খলারক্ষী বাহিনী হিসেবে কেউ যদি আইন শৃঙ্খলাবাহিনী অথবা অন্য কোনো জায়গায় নিরাপত্তাহীনতার কথা বলেন এটা আমাদের দায়িত্ব তাকে সেইফটি সিকিউরিটি দেয়া। আমরা সেই কাজটাই করছি। তাদেরকে সেইফটি সিকিউরিটি দিচ্ছি।
তিনি আরো বলেন, তিন সমন্বয়ককে সেইফটি সিকিউরিটি দেয়ার পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের দেয়া তথ্যে আমরা জেনেছি নুরুসহ অন্য নেতাদের সঙ্গে নাহিদসহ অন্য সমন্বয়কদের আলোচনা হয়েছে। যেহেতু তাদের সাথে কথা হয়েছে, কী কথা হয়েছে সেটা আমাদের জানা দরকার। সেজন্য আমরা মনে করেছি কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্য নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার ও নুরুসহ অন্যান্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে সেটা জানতে চেয়েছি।
পুলিশ হত্যা এবং সরকারি স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে হারুন অর রশীদ বলেন, তারা কোটা বিরোধী আন্দোলন করছেন। এটাকে ঘিরে জামায়াত-বিএনপি— যারা এই আন্দোলনে সম্পৃক্ত না তারাও যাত্রাবাড়ী শনির আখড়ায় যাকে পেয়েছে তাকে হত্যা করেছে। সেখানে একজন পুলিশ সদস্যকে বেদম পিটিয়ে হত্যা করেছে। তারা কোটাকে ঘিরে যে অমানবিক কাজগুলো করেছে, পুলিশকে ঝুলিয়ে হত্যা করেছে, তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। সেতু ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় যারা আগুন দিয়েছে হামলা করেছে তাদের অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করেছি, গ্রেফতার করেছি। যারা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা করেছেন, আপনারা কোথাও পালাতে পারবেন না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়