অবসর নিচ্ছেন শহীদ আফ্রিদি

জানা গেছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসর দিয়েই সব ধরনের ক্রিকেট থেকে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পাক এই অলরাউন্ডার। আগামী বছরের শুরুর দিকেই মাঠে গড়ানোর কথা পিএসএলের সপ্তম আসরের।

এদিকে নিজের শেষ পিএসএল মৌসুমটা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। সোমবার (৩০ আগস্ট) পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, হয়তো পিএসএলে এটাই আমার শেষ মৌসুম হতে পারে। আমার ইচ্ছা হলো আমার শেষ পিএসএল মৌসুম নাদিম ওমর ভাইয়ের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে চাই।

আফ্রিদির এমন মন্তব্যের দিন দুয়েক আগেই শহীদ আফ্রিদিকে দলে টানার ব্যাপারে আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। কিংবদন্তি অলরাউন্ডারকে কোয়েটা শিবিরে নিয়ে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছিলেন, আমরা আশাবাদী যে, শহীদ আফ্রিদি পিএসএলের সপ্তম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অংশ হবেন। এমনটা হলে আমরা সত্যিই অনেক আনন্দিত হব।

২০১৬ সালে পাকিস্তানের হয়ে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আফ্রিদি। এরপর থেকে পিএসএল খেলে চলেছেন ৪১ বছর বয়সী এ তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন আফ্রিদি। এছাড়াও ৩৯৮টি একদিনের ম্যাচ এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

পিএসএল টুর্নামেন্টের প্রথম আসরে পেশোয়ারের অধিনায়ক ছিলেন তিনি। আর বর্তমান দল মুলতানের হয়ে জিতেছেন পিএসএলের সবশেষ শিরোপা।

পিএসএলের আগামী মৌসুমে অবসর নিলেও টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে থাকবেন তিনি। এখনো পর্যন্ত পিএসএলে ৫০ ম্যাচ খেলে সাতের কম ইকোনমি রেটে নিয়েছেন ৪৪ উইকেট এবং ১৫৩.৪৬ স্ট্রাইকরেটে করেছেন ৪৬৫ রান।

এদিকে সম্প্রতি পাক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান নিয়ে মন্তব্য করেও আলোচনায় এসেছেন তারকা এই ক্রিকেটার। শহীদ আফ্রিদি দাবি করেছেন, এখনকার তালেবান আর আগের তালেবান এক নয়। তারা অনেক বদলে গেছে। তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। এমনকি নারীদের কাজ করতে কোনো বাধা দিচ্ছে না। এছাড়া তারা বার বার বলেছে যে, তারা ক্রিকেট খুবই ভালোবাসে।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া