অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনও প্রয়োজন দেখি না: আইনমন্ত্রী

নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের কোনও আবশ্যকতা নেই উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচনই সমাধান। নির্বাচন হবে, সেটাই সমাধান। আমার মনে হয় না, অবাস্তব কোনও দাবি নিয়ে সংলাপের কোনও প্রয়োজন আছে। পরিষ্কার বলে দিচ্ছি— প্রধানমন্ত্রী বলেছেন, কোনও সংলাপ হবে না।’

রবিবার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘সংলাপ না হলে সমাধান কীভাবে হবে’— সাংবাদিকরা জানতে চাইলে এমন মন্তব্য করেন মন্ত্রী।

আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘খর্ব করা হয় কখন? যখন ক্ষমতা থাকে, তা নিয়ে নেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে ১৯৭২ সালের অধ্যাদেশ অনুযায়ী আর্টিকেল ৯১ এ নির্বাচন কমিশনকে কোনও গণ্ডগোলের কারণে নির্বাচন বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। সেইখানে কিন্তু কোনও হস্তক্ষেপ করা হয়নি। এখানে কোনও (ক্ষমতা) কমানো হয়নি, কোনও দাঁড়ি-কমাও সরানো হয়নি। সেই ক্ষমতা যেমন আছে, ঠিক তেমনই আছে।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যখন আরপিও সংশোধনের প্রস্তাব দেয়, তখন নতুন একটা সাব আর্টিকেল ৯১-এ ‘এ’ সন্নিবেশিত করা হয়। নির্বাচনে পোলিং একটা গুরুত্বপূর্ণ অংশ। কোনও পোলিং সেন্টারে কোনোরকম গোন্ডগোল বা সহিংসতা হয়, তাহলে তারা সেই নির্বাচনি এলাকার সম্পূর্ণ নির্বাচন বন্ধ করে দিতে পারবেন। উদাহরণ হিসেবে বলবো— আমার এলাকায় ১১৪টা পোলিং সেন্টার। এখন এর মধ্যে ১৪টি সেন্টারে যদি গোন্ডগোল হয়, আর একশ’টিতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেওয়া কি গণতান্ত্রিক হবে? সেটা গণতান্ত্রিক হবে না। সেটা জনগণের ভোটাধিকার ব্যহত হবে। যেসব পোলিং সেন্টারে গণ্ডগোল হবে সেটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আরপিও সংশোধনের ফলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলো।’

বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দুই মাসের মধ্যে শেষ করে রায় দিতে বিচারক ও পুলিশকে চিঠি দিয়েছে সরকার। বিএনপির এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। এ ব্যাপারে কোনও সন্দেহ নাই। তার উদাহরণ অনেক আছে।’
এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়